কাঁকসা , 31 মে : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গড়জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ । আজ বিকেলে পুলিশ খবর পায়, ঘন জঙ্গলে একটি নরকঙ্কাল পড়ে আছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান থেকে নরকঙ্কালটি উদ্ধার করে ।
কাঁকসার গড়জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার - kakra
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গড়জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার করল পুলিশ ।
নর কঙ্কাল
পুলিশ সূত্রে জানা গেছে , কঙ্কালটি কয়েক দিনের পুরোনো । 30-35 বছর বয়স্ক কোনও যুবকের কঙ্কাল এটি । কঙ্কালটির পরনে পোশাক পচে গেছে ও দেহের অনেকাংশই জীবজন্তু খেয়ে ফেলেছে বলেও পুলিশের প্রাথমিকভাবে অনুমান ।
পুলিশ তদন্ত করে দেখছে , এই এলাকার কোনও ব্যাক্তি নিঁখোজ ছিলেন কি না । এর পাশাপাশি সমস্ত থানাতেও খবর দেওয়া হয়েছে কাঁকসা থানার তরফে ।