আসানসোল, 24 ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চৈতালি তিওয়ারি এবং জিতেন্দ্র তিওয়ারি-সহ 4 জনের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবারের সেই রায়ের পর আজ আসানসোলের ভাঙা প্রাচীর এলাকায় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে পৌঁছয় পুলিশ (Police Reach House of Chaitali Tiwari)৷ শুক্রবার দুপুরে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের একটি বিশেষ প্রতিনিধি দল জিতেন্দ্রর বাড়িতে যায় ৷
পুলিশ সূত্রে খবর, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল ৷ কিন্তু, জিতেন্দ্র তিওয়রি এবং চৈতালি তিওয়ারি কেউই বাড়িতে ছিলেন না ৷ সেখানে তালা লাগানো থাকায় পুলিশ ফিরে আসে ৷ গত 14 ডিসেম্বর আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কাউন্সিলর চৈতালি তিওয়ারি ৷ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
শুভেন্দু চলে যেতেই কম্বল নিতে মানুষের হুড়োহুড়ি পড়ে যায় ৷ বহু মানুষ কম্বল নিতে ছোট জায়গায় ভিড় করে ৷ প্রচুর পরিমাণে কূপন বিলি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ আর কম্বল নিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই মহিলা সহ এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই ঘটনায় আসানসোল-সহ রাজ্য রাজনীতি তোলপাড় হয় ৷ মৃত মহিলা ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি চৈতালি তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ 18 জনের নামে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন ৷ 8 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের মধ্যে 6 জন হাইকোর্টে শর্ত সাপেক্ষে সম্প্রতি জামিন পেয়েছেন ৷