সালানপুর, 21 মে :মানবিকতার পরিচয় দিলেন পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায় ৷ করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে দিলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ৷
পুলিশ সূত্রে খবর, রূপনারায়ণপুরের কেন্দুয়াডি মোড় সংলগ্ন এলাকায় এক দম্পতি করোনা পজিটিভ হয়েছেন ৷ তাঁরা দু’জনেই বাড়ি থেকে বেরোতে পারছেন না ৷ ওই দম্পতি এক সিভিক ভলান্টিয়ারকে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন ৷ আর তা জানতে পেরেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রসেনজিৎ ৷ আক্রান্ত দম্পতির বাড়িতে, চাল, ডাল, তেল, নুন, আটা, সাবান ও তেল-সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপস্থিত হন তিনি ৷