আসানসোল, 21 জানুয়ারি: টোটোচালকদের আন্দোলনে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল ৷ শনিবার আসানসোলের বাজার এলাকায় টোটোচালকদের আন্দোলনে পুলিশ লাঠি চার্জ করলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা (Toto Driver Agitation in Asansol) ৷ যানজট এড়াতে পুলিশ ও আসনসোল প্রশাসনের পক্ষ থেকে শহরের পুরোনো জিটি রোডের একটা বিশেষ অংশে টোটো চলাচল বন্ধের নির্দেশিকা জারি করা হয় (Stop Toto at Asansole GT road Area) । সেই সিদ্ধান্ত মানতে নারাজ টোটো চালাকরা । প্রতিবাদে শনিবার আন্দোলনে নামেন তারা । শহরের বিভিন্ন দিক থেকে মিছিল করে টোটো চালকরা জমায়েত করেন হটনরোড মোড় এলাকায় । সেখানে পথ অবরোধ করেন তারা । সেই অবরোধ তুলতে লাঠিচার্জ করে আসানসোল পুলিশ ৷
এদিন শহরের বিভিন্ন অংশ থেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিল করে টোটো চালকরা জমায়েত করেন আসানসোল হোটেল মোড় এলাকায় । এরপর তারা পথ অবরোধ শুরু করেন ৷ পুলিশ এসে কথা বসে অবরোধ তোলার চেষ্টা করেন ৷ কিন্তু অবস্থানে অনড় থাকেন চালকরা ৷ পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে আঁচ করে পুলিশ কমব্যাট ফোর্স নামায় । পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে টোটো চালকদের সরে যেতে অনুরোধ করা হয়। কিন্তু তারপরেও টোটো চালকরা সরেনি। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দেবরাজ দাস। টোটো চালকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ ৷ এর কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক হয় । প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় হটনরোড মোড় এলাকায় । টোটো চালকেরা তৃণমূলের ঝান্ডা নিয়ে এই আন্দোলন করলেও তাদের তৃণমূল মানতে রাজি নন, তৃণমূল মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া।