দুর্গাপুর, 11 নভেম্বর: কাঁকসার সারদাপল্লিতে শুক্রবার একই বাড়িতে তিনজনের রহস্যমৃত্যু ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় এবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, তিনজনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ সিমরান বিশ্বকর্মাকে খুন করা হয় মুখে বালিশ চাপা দিয়ে ৷ তারপর সীতাদেবীকে গলায় শাড়ি পেঁচিয়ে খুন করা হয় ৷ আর তার আগে গলায় দড়ি পেঁচিয়ে বাথরুমে খুন করে ফেলে দেওয়া হয় সোনুকে ৷ এরপরেই প্রশ্ন উঠছে আততায়ী কি একাই ছিল? কারণ একজনের পক্ষে তিনজনকে শ্বাসরোধ করে খুন করাও শুধু অসম্ভব নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে পুলিশের অনুমান । কাঁকসা থানার পুলিশ তাই পুরো বিষয়টি খতিয়ে দেখছে । ফরেনসিক বিভাগের আধিকারিকরা বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট-সহ বিভিন্ন জিনিসের নমুনা সংগ্রহ করেছেন ।
এই ঘটনায় মৃতদের পরিবারের অভিযোগের আঙুল এক যুবকের দিকে ৷ তাঁর সঙ্গে সিমরানের বন্ধুত্ব ছিল বলে জানা গিয়েছে ৷ পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদও করে ৷ তিনজনের দেহ উদ্ধারের আগে শুক্রবার ওই যুবকই বাড়িতে এসেছিলেন বলে সিমরানের মায়ের দাবি ৷ প্রতিমা বিশ্বকর্মা বলেন, "বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন সিমরানের সঙ্গে বন্ধুত্ব হয় স্থানীয় এক যুবকের । গতকাল সেই বন্ধুই এসেছিল বাড়িতে । সেই বন্ধুর সঙ্গে আমার মেয়ের মাঝে মধ্যেই ঝগড়া হত । আমার মেয়ের এখনও বিবাহ বিচ্ছেদ মামলা চলছে ।" এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি প্রেম ঘটিত কারণে এই খুন ? তার উত্তর খুঁজছে পুলিশ ৷