পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাতে লাঠি নিয়ে পালন রামনবমী, নজর রাখল ড্রোন

দুর্গাপুরে রামনবমীর র‍্যালিতে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাল পুলিশ।

ড্রোন ক্যামেরা

By

Published : Apr 14, 2019, 6:03 PM IST

Updated : Apr 14, 2019, 6:08 PM IST

দুর্গাপুর, 14 এপ্রিল : দুর্গাপুরে রামনবমীর র‍্যালিতে কড়া নিরাপত্তা বজায় রাখল পুলিশ। ড্রোনের সাহায্যে চলল নজরদারি। অনভিপ্রেত ঘটনা এড়াতে এই পদক্ষেপ গ্রহণ দুর্গাপুর পুলিশের।

বেশ কিছু বছর ধরে দুর্গাপুরের বেশ কয়েকটি এলাকায় রামনবমীর র‍্যালি আয়োজিত হচ্ছে। তারমধ্যে অন্যতম হল দুর্গাপুর থানা এলাকার মেইনগেট অঞ্চল। ইতিপূর্বে এই অঞ্চলে মাঝেমধ্যেই নানারকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নাজেহাল হতে হয়েছে। তাই সেই অভিজ্ঞতা থেকেই রামনবমীতে কড়া নজরদারি ছিল পুলিশের।

দেখুন ভিডিয়ো

আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে দুর্গাপুরের মেইনগেট রিভারসাইড এলাকায় বিশাল পুলিশ বাহিনী লক্ষ্য করা যায়। দু'বছর আগে এই মেইনগেট এলাকায় দুর্গা বাহিনীর মহিলাদের হাতে অস্ত্র ধরানোয় বিতর্কে জড়ায় রামনবমী পরিচালন সমিতি। যদিও এবার দুর্গা বাহিনীকে লাঠি হাতে অংশ নিতে দেখা গেছে।

দুর্গাপুরের আরও বেশ কয়েকটি আখড়ার পক্ষ থেকে রামনবমীর র‍্যালির আয়োজনকে ঘিরেও পুলিশি ব্যস্ততা চোখে পড়ে।

Last Updated : Apr 14, 2019, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details