দুর্গাপুর, 23 মার্চ: 'কু-পুত্র যদিও বা হয়, কু-মাতা কখনও নয় ৷' এই প্রবাদ প্রচলিত রয়েছে বহু যুগ ধরে । কিন্তু দুর্গাপুরের কুড়ুরিয়াডাঙা মিলনপল্লীতে দুই সন্তান-সহ ছেলে ও বৌমার অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত (Durgapur News)৷ মৃত অমিত কুমার মণ্ডল সুইসাইড নোটে তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছে যাদেরকে তাঁদের মধ্যে প্রথমেই আছে মা বুলারানি মণ্ডলের নাম । এই ঘটনায় বাড়ির কর্ত্রী বুলারানি মণ্ডল-সহ গ্রেফতার তিন । সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃত তিনজনের অমিতের মধ্যে মামাতো দাদা প্রশান্ত কুমার নায়েককে দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেও মা বুলারানি মণ্ডল ও মামাতো বৌদি শিলা নায়েককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুলারানি মণ্ডল এই ঘটনার পর থেকে কার্যত নির্বাক হয়ে গিয়েছেন । তাঁর দু'চোখে শুধুই জল । অমিতের বাবা নরেশ মণ্ডল জমির দালালি করে বিপুল সম্পত্তির মালিক হন । কিডনি সংক্রান্ত অসুখের জেরে কয়েক বছর আগে তাঁর মৃত্যু হতেই পরিবারে জটিলতা দেখা দেয় । তাঁদের একমাত্র ছেলে অমিতের সঙ্গে মা বুলারানি ও বোন বর্ষার সম্পত্তি জনিত বিবাদ বাঁধে । বাপের বাড়ির লোকেদেরকে অন্যায়ভাবে টাকা পয়সা পাইয়ে দিচ্ছে এমন অভিযোগে মা ও ছেলের সম্পর্কের অবনতি ঘটে ।