দুর্গাপুর, 20 ডিসেম্বর: গরুপাচারের অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রবিবার রাত্রে দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকা । বিজেপির যুব মোর্চার তরফে অভিযোগ করা হয় গরুপাচারের (BJP cow smuggling incident as baseless)। সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে পুলিশ । সোমবার দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে একথা জানান এসিপি( দুর্গাপুর) তথাগত পাণ্ডে ।
প্রসঙ্গত, দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন একটি খাটালের সামনে থেকে গরুপাচার হচ্ছিল বলে অভিযোগ তোলে বিজেপির যুব মোর্চার সদস্যরা । ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধার ধরে গরু বাংলা করিডর হয়ে বিহার চলে যাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তারা । যুব মোর্চার কর্মীদের অভিযোগ, প্রতি সপ্তাহে দুই থেকে তিনদিন এই গরুপাচার হয় । কৌশলে একটি খাটালে গরুগুলিকে খাওয়ানোর নাম করে রাতের অন্ধকারে পাচার করে দেওয়া হয় বিহারে (Bihar) ।
ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ । গরু বোঝাই করা গাড়ির চালক ও মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় । পরে পুলিশ জানতে পারে ওই গরুগুলি বিভিন্ন হাট থেকে কেনা হয়েছে বৈধভাবে । সেগুলি বিভিন্ন খাটালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । তার সম্পূর্ণ বৈধ কাগজপত্র তাদের কাছে আছে বলে দাবি পুলিশের। বিজেপির (BJP) যুব মোর্চার নেতা সন্তোষ মুখোপাধ্যায় গতকাল অভিযোগ করে বলেন, "এই গরুগুলি পাচার করা হচ্ছে । বীরভূমে পাচার হচ্ছে গরুগুলি ।"