পুলিশের গাড়িচালকের মৃতদেহ উদ্ধার আসানসোল, 19 এপ্রিল:কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য। মঙ্গলবার রাতে হিরাপুর থানার অন্তর্গত বার্ণপুরে দামোদর নদীর তিরে গ্যাস কারখানার পিছনে একটি নির্জন স্থান থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অখিলেশ কুমার সিং এলিয়াস শুভম। বয়স 28 বছর। মৃত অখিলেশ হিরাপুর থানার নিউটাউনের বাসিন্দা।
অখিলেশ কুমার সিংয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকজন হিরাপুর থানায় নিখোঁজের অভিযোগ জানিয়ছিলেন। পুলিশ খোঁজাখুঁজি করে হিরাপুরে দামোদর নদীর ধারে ভূতনাথ মন্দিরের কাছে মোটর সাইকেলটি খুঁজে পায়। মঙ্গলবার রাতে শোনা যায় দামোদর নদীর ধারে একটি মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ অখিলেশ সিংয়ের পরিবারের লোকজনকে ঘটনাস্থানে নিয়ে যায় এবং তাঁরা দেহটি শনাক্ত করেন।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে অখিলেশ কুমার সিংকে। ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পশ্চিম) অভিষেক মোদি। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অখিলেশের পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক ছিলেন অখিলেশ। কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতেও তিনি অস্থায়ীভাবে গাড়ি চালানোর কাজ করতেন। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশায় সবাই।
আরও পড়ুন:ব্যারাক থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হাওড়ায়
তবে কোনও চেনা মানুষ ডেকে নিয়ে গিয়েছিল তাঁকে এমনটাই সন্দেহ তাঁর পরিবারের। মৃতদেহের বুকে একটি আঘাতের ছিল। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর আসল কারণ কী। কোনও শত্রুতা অখিলেশের ছিল না বলে পরিবারের দাবি। পুলিশ অখিলেশের ফোন নম্বর ট্র্যাক করে শেষ ফোনগুলি কোথা থেকে এসেছিল জানার চেষ্টা করছে। খুব দ্রুত এই ঘটনার সূত্র মিলবে বলে পুলিশের দাবি।