কুলটি, 3 ফেব্রুয়ারি : বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল কুলটি থানার পুলিশ৷ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র সহ 7 রাউন্ড গুলি৷
পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে স্থানীয় এক পেট্রল পাম্পে ডাকাতির উদ্দেশ্য ছক করে কয়েকজন যুবক৷ সেই মতোই ভোর রাতে অভিযান চালায় পুলিশ৷ ধৃতদের নাম সুশীল কুমার, অমন সিং, বিজয় কুমার, সুনীল কুমার ও চন্দন পাসওয়ান৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9 MM পিস্তল, 7 রাউন্ড কার্তুজ, 2টি রড ও দড়ি৷