পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পোলে বাঁধা ৪ অভিযুক্তকে পুলিশের মার, ভাইরাল ভিডিয়ো - নিয়ামতপুর ফাঁড়ির ASI

চারজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন নিয়ামতপুর ফাঁড়ির ASI । তিনি অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার বদলে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ । ভাইরাল হল সেই ভিডিয়ো ৷

police-beat-accused
ভিডিও ভাইরাল

By

Published : Feb 18, 2020, 12:02 AM IST

কুলটি, 17 ফেব্রুয়ারি : পোলে বাঁধা 4 অভিযুক্তকে মারছে পুলিশ ৷ ভাইরাল হল ভিডিয়ো ৷ নিন্দায় সরব সাধারণ মানুষ ৷ প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে ৷

দেখা গেল পোলে বাঁধা 4 দুষ্কৃতী, যাদের এলোপাথাড়ি মারছেন কুলটির ASI বরুণ মণ্ডল ৷ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত হরিজন পাড়া এলাকায় ঘটনাটি ঘটে । হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যায় 4 জনকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে চড় থাপ্পড় মারছেন ASI । এই ASI নিয়ামতপুর ফাঁড়িতেই কর্মরত ।

চোর সন্দেহে ৪ অভিযুক্তকে পুলিশের মার

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর হরিজন পাড়া এলাকায় একটি ছাঁট লোহার গুদাম আছে । সেখান থেকে কিছুদিন যাবৎ মোবাইল, টাকা সহ অন্য জিনিসপত্র চুরি হচ্ছিল বলে অভিযোগ । আজও নাকি চুরির ঘটনা ঘটেছে । এরপর বিকেলে ওই এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় । স্থানীয় বাসিন্দারা তাদের ধরলে তারা আরও দু'জনের নাম বলে । পরে সেই দু'জনকেও এলাকা থেকে পাকড়াও করা হয় । এরপর চারজনকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির ASI বরুণ মণ্ডল । কিন্তু তিনি ওই অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার বদলে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ । অভিযুক্তদের বেশ কিছুক্ষণ ধরে মারধর করার পর নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় ।

এর মধ্যে সন্ধ্যায় ASI বরুণ মণ্ডলের মারধর করার ভিডিয়োটি আসানসোল অঞ্চলে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায় । ঘটনার নিন্দা সরব হন সাধারণ মানুষ ৷ পুলিশের এ হেন ভূমিকায় প্রশ্ন উঠেছে সব মহলে। যদিও বিষয়টি নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোনও আধিকারিক মুখ খোলেননি ।

ABOUT THE AUTHOR

...view details