পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP কর্মীকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত পুলিশ - মেয়র পারিষদ

দীপক ও তার দুই ছেলে পুলিশের উপর হামলা চালায় । লাঠি দিয়ে মারধর করে । ঘটনায় 3 পুলিশ কর্মী আহত হয় । খবর পেয়ে পুলিশ আসে । দীপক শর্মা ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করে ।

BJP কর্মী গ্রেপ্তার
BJP কর্মী গ্রেপ্তার

By

Published : Nov 11, 2020, 10:20 PM IST

রানিগঞ্জ, 11 নভেম্বর : প্রতিবেশীকে স্থানীয় এক BJP কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল রানিগঞ্জ থানা এলাকায় । অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করতে গেলে অভিযুক্ত পুলিশের উপর চড়াও হয় । ঘটনায় 3 পুলিশ কর্মী আহত হয় । পুলিশকর্মীদের লাঠি দিয়ে মারধর করা হয় । মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । অভিযুক্ত ওই BJP কর্মীর নাম দীপক শর্মা ।

খবর পেয়ে আক্রান্তদের উদ্ধারের জন্য় রানিগঞ্জ থানার পুলিশ যায় । পুলিশকে উদ্ধার করে রানিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পুলিশ সূত্রে জানা গেছে, রাত 11 টা নাগাদ এক মহিলা থানায় ফোন করে সাহায্য চান । ওই মহিলা অভিযোগ করেন, তাঁর পরিবারের উপর প্রতিবেশী দীপক শর্মা নামে একজন চড়াও হয় । পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেছে ।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপকের বাড়িতে যায় । অভিযোগ, দীপক ও তার দুই ছেলে পুলিশের উপর হামলা চালায় । লাঠি দিয়ে মারধর করে । ঘটনায় 3 পুলিশ কর্মী আহত হয় । খবর পেয়ে পুলিশ আসে । দীপক শর্মা ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করে ।

এবিষয়ে BJP-র ব্লক সভাপতি রাজেশ মণ্ডল বলেন, "দীপক শর্মা BJP কর্মী নয়, সমর্থক হতে পারে । তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে । এই ঘটনার সঙ্গে BJP দলের কোনও সম্পর্ক নেই ।" অন্যদিকে মেয়র পারিষদ পূর্ণশশি রায় বলেন, "দীপক শর্মা BJP-র কর্মী । দীপককে পুলিশ যথাযথ শাস্তি দিক । তীব্র ভাষায় নিন্দা করছি । আমরা রানিগঞ্জ বোরোর মধ্যে এমন কোনও গুণ্ডাকে গুণ্ডামি করতে দেব না । ভদ্রভাবে রাজনীতি করুক ।"

ABOUT THE AUTHOR

...view details