দুর্গাপুর, 6 ডিসেম্বর : জঙ্গি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন হয়েছে বেশ কয়েকবার ৷ এমনই অভিযোগে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের বাসিন্দা রাজা খানকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ (police arrests Raja Khan for allegedly having terrorist link) । জানা গিয়েছে তার নামে রয়েছে দেশদ্রোহিতার মামলা ৷ সোমবার রাজা খানকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার পরে ট্রানজিট রিমান্ডে রায়পুর নিয়ে যাওয়া হয় ।
পুলিশ সূত্রে খবর, 2013 সালে ওই জঙ্গি গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে 17 হাজার টাকা আসে রাজার অ্যাকাউন্টে । দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিক রাজা খান 2016 সালে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে ঠিকাদারি শুরু করে । এর আগে বেঙ্গালুরুর এক দম্পতিকে ঠিক একই অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ । অভিযুক্ত দম্পতিকে জিজ্ঞাসাবাদের পর সামনে আসে আরও বেশ কিছু নতুন তথ্য ।