পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur still plant ex-employee arrested : জঙ্গি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন, গ্রেফতার ইস্পাত কারখানার কর্মী - police arrests Raja Khan for allegedly having terrorist link

জঙ্গি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন হয়েছে বেশ কয়েকবার ৷ এমনই অভিযোগে রবিবার রাতে দূর্গাপুরের বি-জোনের মহিষ্কাপুর এলাকা থেকে রাজা খানকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ (police arrests Raja Khan for allegedly having terrorist link)।

raja khan
জঙ্গি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন, গ্রেফতার ইস্পাত কারখানার কর্মী

By

Published : Dec 6, 2021, 10:05 PM IST

দুর্গাপুর, 6 ডিসেম্বর : জঙ্গি গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন হয়েছে বেশ কয়েকবার ৷ এমনই অভিযোগে দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের বাসিন্দা রাজা খানকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ (police arrests Raja Khan for allegedly having terrorist link) । জানা গিয়েছে তার নামে রয়েছে দেশদ্রোহিতার মামলা ৷ সোমবার রাজা খানকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার পরে ট্রানজিট রিমান্ডে রায়পুর নিয়ে যাওয়া হয় ।

পুলিশ সূত্রে খবর, 2013 সালে ওই জঙ্গি গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে 17 হাজার টাকা আসে রাজার অ্যাকাউন্টে । দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিক রাজা খান 2016 সালে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে ঠিকাদারি শুরু করে । এর আগে বেঙ্গালুরুর এক দম্পতিকে ঠিক একই অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ । অভিযুক্ত দম্পতিকে জিজ্ঞাসাবাদের পর সামনে আসে আরও বেশ কিছু নতুন তথ্য ।

আরও পড়ুন : বীরভূম পুলিশের জালে ধরা পড়ল হরিয়ানার তিন এটিএম হ্যাকার

পুলিশ সূত্রে খবর, রাজা খান মূলত ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা, তবে কখনও দুর্গাপুর, কখনও কাশ্মীর আবার কখনও অন্যান্য জায়গাতেও থাকতে দেখা গিয়েছে তাকে ৷ তার নামে রয়েছে দেশদ্রোহিতার মামলা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল ছত্রিশগড়ের রায়পুর থানার পুলিশ । অবশেষে রবিবার রাতে দূর্গাপুরের বি-জোনের মহিষ্কাপুর এলাকা থেকে রাজা খানকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ । আপাতত তাকে রায়পুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । এই রাজা খানের সঙ্গে মাও যোগ রয়েছে কি না, তাও এখন খতিয়ে দেখছেন তারা ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details