জামুরিয়া, 8 ফেব্রুয়ারি:বহু আলোচিত হিন্দি সিনেমা 'ধুম'-এর কায়দায় ছিনতাইয়েপর ঘটনা ঘটল আসানসোলে (Snatching Incident in Asansol) । চেনা বলিউডি কায়দায় ছিনতাই করে মোটর সাইকেলে চড়ে দুষ্কৃতীরা পালাচ্ছিল । ছিনতাই করে চম্পট দেওয়া, দুটি মোটরসাইকেলে ছিল 4 দুষ্কৃতি । দুষ্কৃতীদের মধ্যে 3 জনকে সিসি টিভি ক্যামেরার সূত্র ধরে ফেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ । মঙ্গলবার দুপুরে ঘটেছলি ছিনতাইয়ের ঘটনাটি ৷ কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ প্রশাসনের সক্রিয় ও সিসিটিভি ফুটেজের সাহায্যে দুষ্কৃতীদেরকে ধরে ফেলল পুলিশ । আরও একবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানা ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ বড় সাফল্য পেল ।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকায় রানীগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটে । সেই খবর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার মহলে ছড়িয়ে পড়ে । এরপর স্থানীয় থানার পুলিশদের সতর্ক করে দেওয়া হয় । খবর দেওয়া হয় জামুরিয়া থানাতেও । জামুরিয়া থানার প্রত্যেকটি ফাঁড়ি এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রশাসন । জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির জাতীয় সড়কের ওপর একাধিক সিসি ক্যামেরা রয়েছে । শ্রীপুর ফাঁড়ির সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । দুই বাইক চালকের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের ।