পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বার্নপুরে যুবতীকে ধর্ষণ ও নৃশংস অত্যাচারের অভিযোগে গ্রেফতার যুবক - ধর্ষণে অভিযুক্ত ধৃত

গত 3 জুন ঘটনাটি ঘটে ৷ মাইথনে গিয়ে একটি ফাঁকা জায়গায় তাঁকে ধর্ষণ করে বলে যুবতীর অভিযোগ ।

বার্নপুরে যুবতীকে ধর্ষন ও নৃশংস অত্যাচারের অভিযোগে গ্রেফতার যুবক
বার্নপুরে যুবতীকে ধর্ষন ও নৃশংস অত্যাচারের অভিযোগে গ্রেফতার যুবক

By

Published : Jun 5, 2021, 7:30 PM IST

আসানসোল, 5 জুন : পারিবারিক আলাপচারিতার সুযোগ নিয়ে এক যুবতীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । শুধু তাই নয় ওই যুবতী বাধা দেওয়ায় তাঁকে মারধর ও ব্লেড দিয়ে সারা শরীর চিড়ে দেওয়ার মতো নৃশংস অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে । বর্তমানে যুবতী আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন । হিরাপুর থানার পুলিশ অভিযুক্ত যুবক প্রসেনজিৎ সেনগুপ্তকে গ্রেফতার করেছে ।

হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর নবঘন্টি বৈষ্ণববাঁধ এলাকায় থাকেন ওই যুবতী । অভিযুক্ত যুবক প্রসেনজিৎ সেনগুপ্তর বাড়ি বার্নপুর পুরাণহাট এলাকায় । নির্যাতিতা যুবতীর মা জানিয়েছেন, এর আগেও বারকয়েক তাঁর মেয়েকে প্রসেনজিৎ বাইরে ফুসলিয়ে নিয়ে গিয়েছে । কিন্তু ভয়ে সে কথা বাড়িতে জানাতে পারেনি । এবার অত্যাচার মাত্রাতিরিক্ত হওয়ায় তিনি সব কথা বাড়িতে এসে জানান ।

যুবতী হিরাপুর থানায় লিখিত ভাবে জানিয়েছেন যে গত ৩ জুন দুপুরে তিনি যখন বার্নপুরে একটি ব্যাঙ্কের কাছে যান, তখন প্রসেনজিৎ তাঁকে বলপূর্বক হুমকি দিয়ে বাইকে তুলে নেয় । এরপর মাইথনে গিয়ে একটি ফাঁকা জায়গায় তাঁকে ধর্ষণ করে । পাশাপাশি তাঁকে মারধর করা হয় ও ব্লেড দিয়ে গোটা শরীর কেটে দেওয়া হয় বলে অভিযোগ । প্রসেনজিতই তাঁকে আবার বাইকে করে বাড়ির সামনে ছেড়ে যায় ।

বাড়ি ফিরে সব কথা বাড়িতে জানান ওই যুবতী । গতকাল যুবতীর প্রতিবেশীরা জানতে পেরে প্রসেনজিতের বাড়িতে যায় । সেখানে ওকে চড় থাপ্পড় মেরে হিরাপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ।

যদিও যুবতীর মা জানিয়েছেন, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চাইছিল না । শেষ পর্যন্ত পুলিশ আজ অভিযোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন :পরিবেশ দিবসে বৈঁচিগ্রামে গাছের মেলা আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার

ABOUT THE AUTHOR

...view details