পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raju Jha Murder Case: রাজু ঝা খুনে ধৃত অভিজিতকে অত্যাচার করছে পুলিশ, দাবি আইনজীবীদের - Raju Jha Murder Case Update

1 এপ্রিল শক্তিগড়ের কাছে কয়লা মাফিয়া রাজু ঝা খুন হন ৷ এই ঘটনায় তাঁর ঘনিষ্ঠ নারায়ণ খাড়কা গাড়িচালক অভিজিৎ মণ্ডলকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ ৷ 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ কিন্তু তাকে জেরার নামে মারধর করছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা ৷

Raju Jha Murder Case
রাজু ঝা খুনে ধৃত অভিজিৎ মণ্ডল

By

Published : May 3, 2023, 7:12 AM IST

Updated : May 3, 2023, 10:04 AM IST

বর্ধমান, 2 মে: রাজু ঝা খুনের ঘটনায় ধৃত অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে মাস্টার মাইন্ডের নাম জানার চেষ্টা করছে পুলিশ ৷ কিন্তু এবার তদন্তকারীদের বিরুদ্ধেই পালটা অভিযোগে সরব হলেন অভিজিতের আইনজীবী । তাঁদের দাবি, অভিজিৎ মুখ খুলতে না-চাওয়ায় তাঁর উপর পুলিশ অত্যাচার করছে ৷ এমনকী গ্রেফতার হওয়ার দিন থেকেই তাঁকে মারধর করা হচ্ছে ৷ এমনই অভিযোগ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের ৷

পাশাপাশি অভিজিতের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীরা ৷ তাঁদের মতে গ্রেফতারি পর ধৃতকে আদালতে পেশ করার আগে মেডিক্যাল চেকআপ করাতে হয় ৷ এক্ষেত্রে সেই নিয়ম ভালোভাবে পালিত হয়নি। হাসপাতালে নিয়ে গিয়ে পুলিশই চিকিৎসকদের বলেন অভিজিৎ সুস্থ ৷ এরপর চিকিৎসকের কাছ থেকে ধৃতের ফিট সার্টিফিকেট চেয়ে নেওয়া হয় ৷ এভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা না-করিয়ে ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি আইনজীবীর ৷

প্রসঙ্গত, 1 এপ্রিল সন্ধ্যায় দুর্গাপুর থেকে কলকাতা যাচ্ছিলেন কুখ্যাত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা ৷ রাস্তায় বর্ধমানের শক্তিগড়ে নিজের গাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজু ঝার ৷ তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা ৷ তদন্তে পুলিশ জানতে পারে, গুলি করে দুষ্কৃতীরা কলকাতার উদ্দেশ্যে পালিয়ে গিয়েছে ৷ পরে জাতীয়সড়কের পাশের রাস্তা দিয়ে শক্তিগড় স্টেশন যাওয়ার পথে একটি নীল গাড়ি পায় পুলিশ ৷ দুষ্কৃতীরাই সেটি রেখে চলে গিয়েছে বলে অনুমান পুলিশের । এই ঘটনার পর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে 12 সদস্যের সিট গঠিত হয়েছে ৷ তদন্তে দলটি ঝাড়খণ্ডেও যায় ৷

19 এপ্রিল রাজু ঝায়ের ঘনিষ্ঠ নারায়ণ খাড়কার গাড়িচালক অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ ৷ দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায় একটি বহুতল আবাসন থেকে পুলিশ প্রথমে তাঁকে আটক করে ৷ পরে গ্রেফতার করা হয় ৷ অভিজিৎকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, রাজু ঝাঁ খুনের মোটিভ কী ছিল ? তদন্তে নেমে পুলিশ উত্তরপ্রদেশের গ্যাংস্টার অমন সিংহের নাম পেয়েছে ৷ সে হাজারিবাগ সংশোধনাগারে বন্দি আছে ৷ সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল ৷ তার সঙ্গে এই খুনের আদৌ কোনও যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখা হবে ।

আরও পড়ুন: অবশেষে রাজু ঝা খুনে গ্রেফতার এক, পাঠানো হল 14 দিনের পুলিশি হেফাজতে

Last Updated : May 3, 2023, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details