পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাইপ লাইনে বাড়ছে তেল চুরি, সংকটের আশঙ্কা - চুরির ঘটনা গলসি

ইন্ডিয়ান অয়েলের রাজবাঁধ স্টেশনের জেনেরাল ম্যানেজার আশুতোষ কুমার মেহতা বলেন ," গলসি এলাকায় তেল চুরি হচ্ছে রাতের দিকে । তারা সিস্টেমের মাধ্যমেই জানতে পেরে যান কোথাও কী ঘটনা ঘটছে ।"

galsi pipe line oil steal
তেল চুরি

By

Published : Dec 19, 2019, 2:03 PM IST

গলসি , 19 ডিসেম্বর : গলসিতে রাতের অন্ধকারে চুরি হচ্ছে পাইপ লাইনের তেল । আর তা ক্রমাগত বেড়েই চলেছে । ফলে রাজ্যে পেট্রল, ডিজ়েলের ঘাটতি দেখা দিতে পারে । এমনটাই আশঙ্কা করছেন ইন্ডিয়ান ওয়েলের কর্তারা । এতে সাধারণ মানুষই সমস্যায় পড়বেন ।

দেখুন ভিডিয়ো

এপ্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের রাজবাঁধ স্টেশনের জেনেরাল ম্যানেজার আশুতোষ কুমার মেহতা বলেন, "গলসি এলাকায় তেল চুরি হচ্ছে রাতের দিকে । সিস্টেমের মাধ্যমেই জানতে পারছি কোথায় কী ঘটনা ঘটছে । দুঃখের বিষয় বেশ কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় পাইপ লাইনে তেল চুরির ঘটনা বাড়ছে । আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি । পুলিশের কাছে আরও কিছু সহযোগিতা চাই । কারণ যেভাবে তেল চুরির ঘটনা বাড়ছে তাতে রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর । এই পাইপলাইন হলদিয়া থেকে বিহারের বারাউনি পর্যন্ত চলে গেছে । সারা রাজ্যে এই লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয় । কিন্তু কোথাও যদি লাইনে সমস্যা থাকে তাহলে তেল সরবরাহের কাজ বন্ধ হয়ে যায় । ফলে রাজ্যজুড়ে পেট্রল, ডিজ়েলের সংকট দেখা দেবে । তাই গ্রামবাসী কিংবা স্থানীয়দের সতর্ক হওয়া উচিত। কোনও ঘটনা ঘটলে তাদের বিষয়টি জানানো উচিত । গ্রামবাসী কিংবা স্থানীয়দের সহযোগিতা পেলে আমাদের কাজ করতে আরও সুবিধা হয় ।"

ABOUT THE AUTHOR

...view details