পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunur River Bridge: কুনুর সেতুতে ফের ফাটল, সংস্কারের জন্য রাস্তা বন্ধে বিপাকে বহু মানুষ - কুনুর সেতুতে ফের ফাটল

আবার সংস্কারের কাজের জন্য বেশি কিছুদিন সম্পূর্ণ বন্ধ থাকবে কুনুর সেতুর উপর দিয়ে যান চলাচল ৷ বারেবারে সেতু মেরামতের কাজের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে এইরকম সমস্যা ভোগ করতে হচ্ছে স্থানীয়দের ৷ এবার পাকাপাকিভাবে সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন তারা ৷

Kunur River Bridge
কুনুর নদীর সেতু

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 2:36 PM IST

সংস্কারের জন্য রাস্তা বন্ধে বিপাকে বহু মানুষ

দুর্গাপুর, 23 সেপ্টেম্বর:কুনুর নদীর উপরে সেতুতে ফের ফাটল ৷ সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে সেতু দিয়ে যান চলাচল ৷ ফলে আবারও বেশ কয়েকদিন ঘুরপথে চলবে যানবাহন ৷ এর জেরে আরও একবার বিপাকে পড়তে হবে বহু মানুষকে ৷ তাই এবার স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন বাসিন্দারা ৷

এলাকাবাসী তাপস চট্টোপাধ্যায় বলেন, "ঘুর পথে যাওয়া আসার জন্য আমাদেরকে ফের বিরাট কষ্ট ভোগ করতে হবে । প্রত্যেক বছরই বর্ষার সময়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে সেতু মেরামতের কাজের জন্য ৷ এবার পাকাপাকিভাবে সেতুর আমূল সংস্কার চাই ৷" কাঁকসার ট্রাফিক ইন্সপেক্টর মহম্মদ সাজ্জাদুল হক বলেন, "কুনুর নদীর ওপরে সেতুতে ফাটল দেখা দিয়েছে । বিপদজ্জনক অবস্থায় থাকা সেই সেতুতে তাই আপাতত কয়েকদিন যানবাহন চলাচল বন্ধ করা হচ্ছে । বিভিন্ন রূটের বিকল্প রাস্তা বলে দেওয়া হয়েছে । রাস্তায় মোতায়েন থাকবে ট্রাফিক পুলিশ । পথচারীদের ও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে আসা অন্যবাসী গাড়িগুলিকেও সাহায্য করা হবে পুলিশের পক্ষ থেকে ।"

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়ক । আর এই সড়কের ওপরেই রয়েছে কুনুর নদীর সেতু । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় এই কুনুর সেতুর কয়েক বছর আগে ফাঁটল দেখা দেয় ৷ তারপরে যুদ্ধকালীন তৎপরতায় চলে মেরামতের কাজ । নতুন করে সেতু তৈরির প্রস্তাব থাকলেও তা এখনও পর্যন্ত তৈরি হয়নি । এমনকী বারেবারে কাজের পরও এই দুর্বল সেতুর ওপর দিয়ে বন্ধ থাকেনি ভারী যান চলাচল । এর ফলে ফের ফাটল দেখা দিয়েছে কুনুর সেতুতে ৷ যার জন্য মেরামতির কাজ আবার নতুন করে শুরু হবে । সেই কারণেই চলতি মাসের 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল হবে না ৷ এমনটাই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ।

এর ফলে ফের চরম সমস্যার মধ্যে পড়তে হবে এই রাস্তা দিয়ে পথ চলা মানুষদের । এই রাস্তা বন্ধের ফলে বীরভূম জেলা ও দুই বর্ধমান জেলার এমনকী বাঁকুড়া জেলার ও মানুষদের প্রায় 20 থেকে 25 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হবে । বিশেষ করে কাঁকসার তেলিপাড়া, 11 মাইল, বসুধা বা তিলকচন্দ্রপুর, কাঁকসা, পানাগড় এলাকার মানুষদের ৷ পানাগড় থেকে বীরভূমের ইলামবাজার যাতায়াতের জন্য অনেকটাই ঘুরপথে তাদের যাওয়া আসা করতে হবে । ‌তবে এই সমস্যা শুধু এ বছরের নয় ৷ দীর্ঘ কয়েক বছর ধরে এইরকম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের ৷ যার ফলে ক্ষোভ সৃষ্টি হচ্ছে এলাকাবাসীদের মধ্যে । স্থানীয়দের দাবি, সরকার একটা স্থায়ী সেতু তৈরি করুক ৷ কারণ কুনুর সেতুর অবস্থা খুবই বিপদজ্জনক হয়ে রয়েছে । প্রতিবছরই এইভাবে মেরামতি করে কিন্তু প্রতি বছরই দেখা যায় বর্ষার সময় সেতুতে ফাটল ধরেছে । ‌ মাত্র কয়েক ফুট রাস্তার জন্য এলাকার মানুষদের প্রায় 10 কিলোমিটারের উপরে যাতায়াত করতে হবে । ‌

আরও পড়ুন:অজয়ের হড়পা বানে ডুবল আস্ত ডাম্পার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও খালাসি

পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যাম ত্রিবেদীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বিকল্প কিছু রাস্তা ব্যবস্থা করা হয়েছে ৷ সেই রাস্তা দিয়ে আপাতত যানবাহন চলাচল করবে ৷ তবে প্রাকৃতিক দুর্যোগ যদি না ঘটে তাহলে সময়ের মধ্যেই সেতুর নির্মাণের কাজ শেষ হয়ে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details