পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামাজিক দূরত্ব না রেখেই মাছ ধরা চলল জামুড়িয়ায় - people do not obey lock down

সামাজিক দূরত্ব অমান্য করে দেদার মাছ ধরা চলল জামুড়িয়াতে । কারও মুখেই ছিল না মাস্ক । প্রসাসনের তরফে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর বারবার একই ধরনের ঘটনা ঘটছে রাজ্যে ।

fish
মাছ ধরতে এসেছেন স্থানীয়রা

By

Published : Apr 6, 2020, 2:08 PM IST

জামুরিয়া, ৬ এপ্রিল : লকডাউন অমান্য করেই একাধিক জনকে মাছ ধরতে দেখা গেল জামুড়িয়ার একটি জলাশয়ে । মানা হল না কোনওরকম সামাজিক দূরত্ব । জামুড়িয়ার নর্থবুক আদিবাসী পাড়ার ঘটনা ।

আজ লকডাউনের ১৩ দিন । বারবার প্রশাসনের তরফে মানুষকে সচেতন থাকতে বলা হচ্ছে । বলা হচ্ছে, সামাজিক দূরত্বও বজায় রাখতে । কিন্তু প্রচারই সার । অনেক জায়গায় যে কাজের কাজ কিছুই হচ্ছে না তা জামুড়িয়ার এই ঘটনা থেকেই স্পষ্ট । গতকাল সকালের দিকে দেখা যায় জামুড়িয়ার নর্থবুক পাড়ার একটি জলাশয়ে একাধিক মানুষ জমায়েত হয়ে মাছ ধরছেন । মাস্ক তো দূরের কথা, তাঁদের কারও মধ্যে ছিল না সামাজিক দূরত্বটুকুও ।

কোরোনা নিয়ে বারাবার মানুষকে সচেতন করছেন প্রধানমন্ত্রী , মুখ্যমন্ত্রী । সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার কথা বলা হচ্ছে বারংবার । অথচ অনেকেই কর্ণপাত করছেন না সে কথায় । লকডাউন অমান্য করে কেন মাছ ধরতে এসেছেন ? প্রশ্ন করা হলে আদিবাসী পাড়ার বাবলু হেমব্রম বলেন, "সকাল থেকে কাজকর্ম কিছুই নেই । তাই মাছ ধরছি ।" সামাজিক দূরত্ব কোথায় ? মুখে মাস্ক নেই কেন? এই প্রশ্নের পরই তাঁরা মাছ ধরা বন্ধ করে দেন । বাড়ি চলে যান সকলে । ভুল হয়ে গেছে বলে জানান বাবলু হেমব্রম ।

ABOUT THE AUTHOR

...view details