পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে "ভাইরাল" বৃক্ষরোপণ - Facebook Group

আসানসোল শহরকে সবুজে মুড়তে বৃক্ষরোপণের ফেসবুক বার্তা ভাইরাল । আসানসোলের বিভিন্ন পাড়ায়, ব্লকে, রাস্তার ধারে চলছে সবুজায়ন উৎসব ।

আসানসোল

By

Published : Jul 22, 2019, 6:00 AM IST

Updated : Jul 22, 2019, 7:51 AM IST

আসানসোল, 22 জুলাই : আজকের ডিজিটাল যুগে ভাইরাল শব্দটি বেশ প্রচলিত । ফেসবুকে প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হয় । তবে সবই ফেসবুকের পাতায় । আসানসোলের চিত্রটা আলাদা । শহরকে সবুজে মুড়তে বৃক্ষরোপণের বার্তা ভাইরাল । আর তা হয়েছে ফেসবুকের সৌজন্যেই । আসানসোলের বিভিন্ন পাড়ায়, ব্লকে, রাস্তার ধারে চলছে সবুজায়ন উৎসব । সৌজন্যে ফেসবুকের বন্ধুরা ।

" একটি গাছ, একটি প্রাণ "

আসানসোল নামে ফেসবুকে দুটি গ্রুপ আছে । একটি ইংরেজিতে লেখা "Asansol" । অন্যটি বাংলায় "আসানসোল"। এই দুটি গ্রুপে কমপক্ষে দেড় লাখের উপরে সদস্য-সদস্যা রয়েছে । গ্রুপ অ্যাডমিনরা সকল সদস্যদের কাছে আবেদন করেছিলেন, "আসুন এই বিপদের সময় গাছ লাগাই । " আর সেই বার্তাই ভাইরাল হয়েছে অন্যভাবে ।

আসানসোলের মহিলা উদ্যোগের বৃক্ষ রোপণ

আসানসোলজুড়ে কার্যত উৎসবের রূপ নিয়েছে সেই বার্তা । সবুজায়ন উৎসব শুরু হয় আসানসোল BNR মোড় থেকে কোর্ট পর্যন্ত । রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় । শুধু গাছ লাগানো নয়, নিয়ম করে বেড়া দেওয়া, প্রতিদিন পরিচর্যা করা এবং বেড়ার দেওয়ালে সুন্দর ভাবে স্লোগান লিখে মানুষজনকে সচেতন করতে অসাধারণ উদ্যোগ নিয়েছে "আসানসোল" গ্রুপ । এরপর শহরের অন্যান্য জায়গাতেও এই উৎসবের পরশ লেগেছে । "আসানসোল" গ্রুপের অ্যাডমিনরা জানিয়েছেন, প্রতিদিন প্রচুর মানুষ তাঁদের এই উদ্যোগে সামিল হচ্ছেন । তাঁরা নিজেরাই চাঁদা তুলে শহরের বুকে সবুজায়নে নেমেছেন ।

" গাছ লাগান, গাছ বাঁচান "

এদিকে "Asansol" গ্রুপের উদ্যোগেও পৃথকভাবে গাছ লাগানো শুরু হয়েছে । প্রথমে আসানসোলের কল্যাণপুর এবং জেলা হাসপাতালজুড়ে গাছ লাগিয়েছে তারা । সেই সঙ্গে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গাছগুলিকে । "Asansol" গ্রুপের অ্যাডমিনরা জানিয়েছেন, তাঁরা নিয়মকরে দায়িত্ব ভাগ করে নিয়েছেন । কেউ জায়গা নির্বাচন করছে, কেউ গাছ কিনে আনছে, কেউ ফান্ড কালেকশন করছে, আবার গাছের পরিচর্যার দায়িত্ব কেউ কেউ নিজের কাঁধে তুলে নিয়েছেন ।

" পাড়ায় পাড়ায় বৃক্ষরোপণ"

এখানেই থেমে নেই আসানসোলের বৃক্ষরোপণ উৎসব । ফেসবুকে গাছ লাগানোর ছবি ও বার্তা পোস্ট হওয়া শুরু হতেই পরপর বৃক্ষরোপণ উৎসব চলছে আসানসোলের বিভিন্ন প্রান্তে ।

" সবুজ বনই বাঁচিয়ে রাখবে এ বিশ্ব পরিবেশ"

আসানসোলের "মহিলা উদ্যোগ" নামের একটি মহিলাদের সংগঠনও শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছে । ঘরের কাজ সেরে মাহিলারা হাতে তুলে নিয়েছেন বৃক্ষরোপণের সরঞ্জাম । "মহিলা উদ্যোগ"-এর পক্ষ থেকে সুদেষ্ণা ঘটক বলেন, "আমরা প্রত্যেকেই প্রায় মধ্যবয়স্ক । গাঁইতি কোদাল নিয়ে নিজেরাই শহরকে সবুজ করতে নেমে পড়েছি ।"

উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আসানসোল পৌরনিগমও । মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বলছেন, "সত্যিই আমরা অভিভূত । পৌরনিগমের পক্ষ থেকে ওদের সবরকম সহযোগিতা করতে তৈরি ।"

Last Updated : Jul 22, 2019, 7:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details