পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একতার ডাকে সাড়া, রাজনীতির ঊর্ধ্বে উঠে মোমবাতি কিনছেন আসানসোলবাসী - মোমবাতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আবেদন করেছেন আজ রাত নটায় বাড়ির সমস্ত আলো বন্ধ করে মোমবাতি, মোবাইলের টর্চ সহ অন্যান্য আলো দেখাতে ৷ তাঁর এই আবেদনে সাড়া দিয়ে লকডাউন উপেক্ষা করে বাড়ি থেকে অল্পস্বল্প মানুষ বেরিয়ে আসছেন মোমবাতি কিনতে। ঘটনা আসানসোলের ৷ দোকানিরা জানিয়েছেন জাতি, ধর্ম নির্বিশেষে মানুষ মোমবাতি কিনছেন।

unity all over the nation
একতার ডাকে সাড়া, রাজনীতি, জাতির উর্দ্ধে গিয়ে মানুষ কিনছে মোমবাতি

By

Published : Apr 5, 2020, 11:59 AM IST

আসানসোল, 5 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিতে মোমবাতি কিনতে বেরোচ্ছেন আসানসোলের মানুষ। আসানসোলের বাজার এলাকায়, গড়াই রোডে অন্যান্য দোকানের পাশাপাশি মোমবাতির দোকানও খুলেছে এবং বিক্রিবাট্টাও হচ্ছে ভালোই। দোকানিরা জানাচ্ছেন, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই মোমবাতি কিনছেন।

প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, আজ রাত ন'টায় বাড়ির সমস্ত আলো বন্ধ করে মোমবাতি, মোবাইলের টর্চ সহ অন্যান্য আলো দেখাতে। দেশের স্বার্থে সমস্ত মানুষকে এক বিন্দুতে নিয়ে আসার জন্যই প্রধানমন্ত্রীর এই আবেদন। আর সেই আবেদনে সাড়া দিতে উৎসুক আসানসোলের মানুষ। আসানসোলের চেলিডাঙা এলাকায় দেখা গেল মোমবাতির দোকান খুলেছে। সেখানে মানুষজন মোমবাতি কিনছেন। লকডাউনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই অল্পস্বল্প মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন। মোমবাতি কিনে আবার বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন।

স্থানীয় মোমবাতি বিক্রেতা উৎপল গঙ্গোপাধ্যায় জানালেন, মানুষজন দারুণ সাড়া দিচ্ছেন। সব জাতির মানুষ মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। মোমবাতি কিনতে আসা আনন্দগোপাল নন্দী বলেন, "এটায় রাজনীতির কোনও প্রশ্ন নেই। এটা একতার প্রশ্ন। দেশবাসীকে একসঙ্গে লড়তে হবে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে।"


আসানসোল কোর্ট সংলগ্ন এলাকায় মোমবাতির দোকানে দেখা গেল বেশ কয়েকজন সংখ্যালঘু ক্রেতা মোমবাতি কিনছেন। দোকানিরা জানালেন, এই অসময়েও মোমবাতি বিক্রি হচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিচ্ছেন আসানসোলের মানুষ তা বলাই বাহুল্য।

ABOUT THE AUTHOR

...view details