আসানসোল, 20 জুন: বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করার হিড়িক পড়ে গিয়েছিল সোমবার থেকেই । আজ মঙ্গলবারও ব্যাপক হারে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করা হতে পারে বলে গুঞ্জন। গ্রামে গ্রামে রাতের বেলায় গিয়ে প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে । ফলে শাসকদলের ভয়ে অনেকেই সরে দাঁড়াচ্ছেন । আর সেদিক দিয়ে দেখতে গেলে বিরোধীরা এখন শাসকের মাথাব্যথা নয় । মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলেরই গোঁজ প্রার্থীরা । যারা প্রবল ইচ্ছা সত্ত্বেও প্রার্থী হতে পারেননি। তারা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছেন ।
তবে লড়াই এখন তৃণমূলে-তৃণমূলে। আর তাই এই বিষয়টা নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তাঁর বক্তব্য, "তৃণমূল হয়ে যারা নির্দল থেকে মনোনয়ন করেছেন, তারা মনোনয়ন প্রত্যাহার করুন । নইলে দলের দরজা তাদের কাছে বন্ধ হয়ে যাবে ।"
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই সবার চোখ ছিল তৃণমূলের দিকে । তৃণমূল কাদের প্রার্থী করবে এবং প্রার্থী ঘোষণার পর দলীয় স্তরে কতটা কোন্দল হবে । বিষয়টি আঁচ করে তৃণমূল কোনও প্রার্থী তালিকাই ঘোষণা করেনি । সরাসরি মনোনয়ন হয়েছে । আর এই মনোনয়ন নিয়েই তৃণমূলের অন্দরে এখন বেশ দ্বন্দ্ব । বহু নেতা কর্মীরা দলীয় নির্দেশের অপেক্ষা না করে নিজেরাই মনোনয়ন দিয়েছেন । পরবর্তীকালে দলের কাছে এসে দলীয় প্রতীক চেয়েছেন । যারা পাননি তারা নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন । সংখ্যাটা কম নয় । জেলায় 168 জন প্রার্থী রয়েছেন, যারা তৃণমূল হয়েও নির্দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন । অর্থাৎ এক্ষেত্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূল নিজেই ।