পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাপে পড়ে ইটভাটা শ্রমিকদের বাড়ি পাঠানোর প্রক্রিয়া শুরু পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের - lockdown update

জামুরিয়া থেকে পুরুলিয়া ফেরার পথে সীমন্তেই আটকানো হয় ইটভাটার শ্রমিকদের । ইটভাটা শ্রমিকরা সীমান্ত পার করার চেষ্টা করেন । তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ । লাঠিচার্জের প্রতিবাদে গতকাল সকাল থেকেই পথ অবরোধ করেছিলেন ইটভাটা শ্রমিকরা । যানজট সৃষ্টি হয় 60 নম্বর জাতীয় সড়কে । এরপর বাঁকুড়া পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা তৈরি হয় ।

labourers
পশ্চিম বর্ধমান

By

Published : May 9, 2020, 9:52 PM IST

রানিগঞ্জ, 9মে : ইটভাটা শ্রমিকদের বাড়ি পাঠানোর কাজ শুরু করল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । ইটভাটা শ্রমিকদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এরপর 10টি সরকারি বাস পুরুলিয়ায় রওনা হয় । প্রায় 48ঘণ্টা টানাপোড়েনের পর অবশেষে বাড়ি ফিরে খুশি ইটভাটার শ্রমিকরা । প্রথমে যদিও উদ্যোগ নেয়নি জেলাপ্রশাসন । কিন্তু শ্রমিকেদর দুরবস্থার কথা সংবাদমাধ্যমে বারবার প্রকাশিত হওয়ার পর অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন । শ্রমিকদের বাড়ি ফেরাতে তৎপর হয় ।

জামুরিয়া থেকে পুরুলিয়া ফেরার পথে সীমন্তেই আটকানো হয় ইটভাটার শ্রমিকদের । ইটভাটা শ্রমিকরা সীমান্ত পার করার চেষ্টা করেন । তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ । লাঠিচার্জের প্রতিবাদে গতকাল সকাল থেকেই পথ অবরোধ করেছিলেন ইটভাটা শ্রমিকরা । যানজট সৃষ্টি হয় 60 নম্বর জাতীয় সড়কে । এরপর বাঁকুড়া পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা তৈরি হয় । অন্যদিকে, ইটভাটা শ্রমিকদের সীমান্তে আটকে দেওয়ার ঘটনা ঘিরে রানিগঞ্জ থানার পুলিশের সঙ্গে বাঁকুড়া জেলার মেজিয়া থানা পুলিশের দ্বন্দ্ব শুরু হয় ।

রানিগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা 500 শ্রমিককে গাছের নিচে আশ্রয়ের ব্যবস্থা করে দেয় । স্থানীয় বাসিন্দা ও বল্লভপুর পঞ্চায়েতের উদ্যোগে তাঁদের খাবার ব্যবস্থা করা হয় । বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয় । আরেকবার মানবিকতার পরিচয় দেখা যায় রানিগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় । চাপ বাড়তে থাকে প্রশাসনের উপর । অবশেষে গতরাতে শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে প্রশাসন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details