দুর্গাপুর, 17 মে : পশ্চিম বর্ধমানের BJP সভাপতি লক্ষ্মণ ঘড়ুই এবং তাঁর ভাইপো সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে দলেরই একাংশ । সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে । সে পলাতক । কাজেই চাপ বাড়ছে লক্ষ্মণ ঘড়ুইয়ের উপর । জেলা সভাপতি পদে অন্য কাউকে বসানো হোক বলেও দাবি তুলছেন তাঁরা ।
পানাগড় বাজার জুড়ে ধর্ষণে অভিযুক্ত BJP নেতা সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে একাধিক পোস্টার লাগানো হয়েছে । সহদেবের বিরুদ্ধে এক নাবালিকাকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে । এখনও পর্যন্ত সে পলাতক । বামনাবেড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মণ ঘড়ুই । ওই একই গ্রামের বাসিন্দা তাঁর ভাইপো সহদেব ঘড়ুই । সেও BJP নেতা । সহদেবের বামনাবেড়া গ্রামেরই এক BJP কর্মকর্তার বাড়িতে যাওয়া আসা ছিল । সেই কর্মকর্তার নাবালিকা মেয়েকে দুর্গাপুরে নিয়ে এসে ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । সেই ছবি মোবাইলে সহদেব তুলে রাখে । সেই ছবি দেখিয়ে ওই নাবালিকাকে ভয় দেখায়। এইভাবে সহদেব বারবার তাঁকে ধর্ষণ করেছে বলেও অভিযোগ উঠেছে ।