পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Railway School Closure Notice: আসানসোলে রেলের স্কুল বন্ধের নোটিশ, পথ অবরোধ অভিভাবকদের - আসানসোলে রেলের স্কুল বন্ধ

আসানসোলে শতাব্দী প্রাচীন স্কুল বন্ধের নোটিশ ঘিরে চাঞ্চল্য (Protest over notice to close the century-old Railway school in Asansol) ছড়াল ৷ স্কুলের সামনেই রাস্তায় বসে পথ অবরোধ করেন অভিভাবকরা ৷

Parents protest over Asansol Railway School closure notice
Asansol Railway School

By

Published : Apr 21, 2022, 1:15 PM IST

Updated : Apr 21, 2022, 1:39 PM IST

আসানসোল, 21 এপ্রিল: শতাব্দী প্রাচীন ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুল-সহ আসানসোলে রেলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি বন্ধ করে দেওয়া হবে (Students Parents protest over Asansol Railway School closure notice) । ইতিমধ্যেই স্কুলে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে, নতুন শিক্ষাবর্ষে আর কোনও ভর্তি হবে না । আর এই খবরকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল শহরে ।

আসানসোলে রেলের স্কুল বন্ধের নোটিশ

আজ সকাল থেকে আসানসোল বাজার এলাকায় ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন । তাঁরা স্কুলের সামনেই রাস্তায় বসে পথ অবরোধ শুরু করেন । যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে অভিভাবকদের সেখান থেকে সরিয়ে দেয় । অভিভাবকদের দাবি, তাঁরা এই স্কুল ছেড়ে যাবেন না । তাঁদের বাচ্চাদের এই স্কুলেই পড়াবেন ৷ অথবা স্কুল কর্তৃপক্ষকে তাঁদের বাচ্চাদের জন্য অন্য স্কুলে একই খরচে পড়ার ব্যবস্থা করতে হবে ৷ নয়তো প্রয়োজনে তাঁরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন । কিন্তু আসানসোলের গর্ব এই স্কুলকে বন্ধ হতে দেবেন না । যদিও বিষয়টি নিয়ে এখনও রেলের তরফে কেউ কোনও মন্তব্য করেননি । স্কুলের টিচার-ইন-চার্জ বা স্কুলের কেউ এ বিষয়ে মুখ খোলেননি ৷

আসানসোলে রেলের স্কুল বন্ধের নোটিশ ঘিরে অভিভাবকদের বিক্ষোভ, পথ অবরোধ

অভিভাবক সোমা দাস বলেন, "মেসেজ করে জানানো হল স্কুল বন্ধ হয়ে যাবে ৷ 25 তারিখ স্কুল কর্তৃপক্ষ মিটিং করবে ৷ এখন বলছে কালকে স্কুল বন্ধ হয়ে যাবে ৷ এখন বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব ৷ করোনা পরিস্থিতির জন্য সবার আর্থিক অবস্থা খারাপ ৷ কম খরচ, ভাল সরকারি স্কুল বলে অনেক দূর দূর থেকে আমরা আসি বাচ্চাদের নিয়ে ৷ তারপর এটি ইংরেজি মাধ্যম স্কুল ৷ সবাই চায় তাঁদের ছেলেমেয়েরা ভাল স্কুলে পড়ুক ৷ হঠাৎ স্কুল বন্ধ হয়ে গেলে আমাদের বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে, ওদের ভবিষ্যতের কী হবে ৷"

অভিভাবক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, "হঠাৎ শুনছি স্কুল বন্ধ হয়ে যাবে ৷ তাই আমরা অভিভাবকরা মিলে পথ অবরোধ করছি ৷ যদি এটা সত্যিই ঘটে আমরা বৃহত্তর আন্দলনে যাব ৷"

আরও পড়ুন : Enforcement Branch Raid : বাজারদর যাচাইয়ে দুর্গাপুরের বেনাচিতি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান

Last Updated : Apr 21, 2022, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details