আসানসোল, 21 এপ্রিল: শতাব্দী প্রাচীন ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুল-সহ আসানসোলে রেলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি বন্ধ করে দেওয়া হবে (Students Parents protest over Asansol Railway School closure notice) । ইতিমধ্যেই স্কুলে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে, নতুন শিক্ষাবর্ষে আর কোনও ভর্তি হবে না । আর এই খবরকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল শহরে ।
আজ সকাল থেকে আসানসোল বাজার এলাকায় ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন । তাঁরা স্কুলের সামনেই রাস্তায় বসে পথ অবরোধ শুরু করেন । যদিও আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে অভিভাবকদের সেখান থেকে সরিয়ে দেয় । অভিভাবকদের দাবি, তাঁরা এই স্কুল ছেড়ে যাবেন না । তাঁদের বাচ্চাদের এই স্কুলেই পড়াবেন ৷ অথবা স্কুল কর্তৃপক্ষকে তাঁদের বাচ্চাদের জন্য অন্য স্কুলে একই খরচে পড়ার ব্যবস্থা করতে হবে ৷ নয়তো প্রয়োজনে তাঁরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন । কিন্তু আসানসোলের গর্ব এই স্কুলকে বন্ধ হতে দেবেন না । যদিও বিষয়টি নিয়ে এখনও রেলের তরফে কেউ কোনও মন্তব্য করেননি । স্কুলের টিচার-ইন-চার্জ বা স্কুলের কেউ এ বিষয়ে মুখ খোলেননি ৷