আসানসোল, 2 জানুয়ারি:ক্রিসমাস এবং নতুন বছরের ছুটি কাটিয়ে সবে স্কুল খুলেছে । নতুন বছরে স্কুল খুলতেই ডোনেশনের কথা ঘোষণা করে বিপাকে স্কুলের প্রধান শিক্ষিকা ৷ আসানসোলের এস বি গড়াই রোডে তুলসীরানি বালিকা শিক্ষা সদনের তরফ থেকে হঠাৎ ছাত্রী পিছু 1 হাজার টাকা করে ডোনেশনের কথা ঘোষণা করা হয় ৷ স্কুল কর্তৃপক্ষের এমন ঘোষণার প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখান অভিভাবকরা । বিনা রশিদে এই ডোনেশন নেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের (protest in government school against donation without receipt) ৷
আরও পড়ুন:বাস-অটোচালকদের অশান্তিতে বন্ধ পরিষেবা, আসানসোলে ভোগান্তিতে যাত্রীরা
অভিভাবকদের দাবি স্কুলের বেতন বার্ষিক 250 টাকা। হঠাৎ ক'রে স্কুল কর্তৃপক্ষ ডোনেশন হিসেবে 1 হাজার টাকা চাইছে যার কোনও রশিদ দেওয়া হচ্ছে না (Parents protest in government school in Asansol)। কিন্তু কেন এই ডোনেশন? স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী মিত্র এই প্রসঙ্গেই বলেন, "স্কুলে বেশ কিছু আউটসোর্সিং টিচার নেওয়া হয়েছে । এছাড়াও অস্থায়ী কিছু চতুর্থ শ্রেণির কর্মী রয়েছে, যাদের দীর্ঘদিন বেতন বাড়ানো হয়নি । এই খরচ স্কুলের ফান্ড থেকেই চলে । সেই কারণে স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই ডোনেশন নেওয়া হচ্ছিল । রশিদ পরে দিয়ে দেওয়া হত (Protest Against donation without receipt in asansole ) ।"