দুর্গাপুর, 26 মার্চ : মার্কশিট না মেলায় উত্তেজনা ছড়াল দুর্গাপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে । আজ সকালে পরীক্ষার মার্কশিট নিতে এসেছিলেন অভিভাবকেরা । কিন্তু স্কুল কর্তৃপক্ষ কয়েকজন অভিভাবককে মার্কশিট দেয়নি বলে অভিযোগ । প্রতিবাদে অভিভাবকরা স্কুল গেটে তালা লাগিয়ে দেয় । অভিভাবকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে শিক্ষক-শিক্ষিকারাও । পরে তালা খুলে দেওয়া হলেও এখনও পর্যন্ত শিক্ষিকাদের আটকে রাখা হয়েছে ৷
অভিভাবকদের অভিযোগ , হাইকোর্টের নির্দেশ মতো তাঁরা নির্দিষ্ট টাকা জমা করলেও স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা দাবি করছে । টাকা না দিলে মার্কশিট পাওয়া যাবে না বলে জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ ৷ অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা আদায়ের দাবি অস্বীকার করে ৷ জানায় যে হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট পরিমাণ টাকাই নেওয়া হচ্ছে ।