আসানসোল, 15 এপ্রিল : স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা নেই ৷ আর সেই কারনে ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের সহযোগিতায় রেলের স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখাল । আসানসোল রেল ডিভিশনের ডিভিশনাল হাসপাতালের ঘটনা । এক রোগীর মৃত্যুর পরেই স্বাস্থ্যকর্মীদের আতঙ্কের সৃ্ষ্টি হয় । তাদের সন্দেহ ওই রোগী কোরোনা আক্রান্ত ছিল ৷ অভিযোগ , হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর সোয়াব টেস্টের কোনও ব্যবস্থাও করেনি ৷ এমনকী , স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়েও চুড়ান্ত গাফিলতি করেছে ।
জানা গেছে , সোমবার এক রোগী আসানসোল রেল ডিভিশনাল হাসপাতালে ভরতি হন । ওই রোগী নিউমোনিয়ায় আক্রান্ত বলে সাধারণভাবেই চিকিৎসা করা হয় । স্বাস্থ্যকর্মীরাও সংস্পর্শে আসেন । গতকাল ওই রোগীর মৃত্যু হয় । এরপরেই স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁরা অনেকেই সন্দেহ করছেন, ওই রোগী সম্ভবত কোরোনা আক্রান্ত ।
আজ আসানসোল রেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার স্বার্থে ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় । তাঁরা হাসপাতালের মুখ্য মেডিকেল অফিসারের সঙ্গে দেখা করতে চান । অভিযোগ , 45 মিনিট ধরে অপেক্ষা করানোর পরেও ওই অফিসার ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি । এরপরেই স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন ।
রেলওয়ে মেনস ইউনিয়নের শাখা সম্পাদক পি এন রাম বলেন , "স্বাস্থ্যকর্মীদের PPE দেওয়া হয়নি । সময়মতো মাস্ক কিংবা গ্লাভসও দেওয়া হচ্ছে না । সন্দেহজনক ওই রোগীকে সব স্বাস্থ্যকর্মীরাই সেবা করেছেন । তাঁকে নিউমোনিয়া আক্রান্ত বলা হয়েছিল । মারা যাওয়ার পর স্বাস্থ্যকর্মীদের PPE পড়ে যেতে বলা হচ্ছে । টেস্টের জন্য ওই রোগীর নমুনাও পাঠানো হয়নি । আমরা বিষয়টি উচ্চতর আধিকারিকদের কাছে নিয়ে যাব ।"
অন্যদিকে, রেল হাসপাতালের চিফ মেডিকেল অফিসার বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ।