দুর্গাপুর, 9 অগস্ট: তিনি গ্রামীণ প্রান্তিক চাষিদের জন্য নিজেকে নিয়োজিত রেখেছিলেন দীর্ঘ 11 বছর । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান কৃষি উপদেষ্টা ছিলেন কৃষিবিদ প্রদীপ মজুমদার (Pradip Mazumdar Plowed the Muddy Ground)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীত্বের ভার সামলানোর দায়িত্ব দিয়েছেন । কিন্তু গ্রামীণ কৃষকদের সঙ্গে তাঁর নিবিড় যোগ যে মন্ত্রিত্ব পাওয়ার পরেও অটুট, তার সাক্ষী হয়ে থাকলেন মঙ্গলবার কাঁকসা থানা এলাকার রূপগঞ্জ এলাকার বাসিন্দারা ।
প্রচার বিমুখ প্রদীপ মজুমদার কৃষকদের সঙ্গে কাদা মাঠে নেমে হাল চালালেন । জোড়া বলদের কাঁধে হাল রেখে কর্দমাক্ত মাটিতে হাল চালিয়ে তিনি দেখিয়ে দিলেন কৃষিকাজেও তিনি পারদর্শী । রূপগঞ্জ গ্রামের কৃষকরা সাক্ষী হয়ে থাকল এই দৃশ্যের । রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী নীল-সাদা গামছা পড়ে কর্দমাক্ত মাটিতে নামলেন । বীজ পোঁতার আগে কর্দমাক্ত মাটিতে হাল চালাতে হয় । চাষিদেরকে সঙ্গে নিয়ে সেই কাজই করতে দেখা গেল রাজ্যের নয়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদারকে । রূপগঞ্জে গ্রামের চাষিরা কিছুটা অবাক হলেন এই ছবি দেখে ।