পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Missing Business Found: পানাগড়ের নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মিলল বারাণসী স্টেশনে - পানাগড়ের নিখোঁজব্যবসায়ীর খোঁজ পাওয়া গেল

নিঁখোজ ব্যবসায়ীর খোঁজ মিলল উত্তরপ্রদেশের কাশী রেল স্টেশনে । তাঁকে উদ্ধার করতে কাঁকসা পুলিশের একটি টিম রওনা দিয়েছিল।

Etv Bharat
ব্যবসায়ীর খোঁজ মিলল উত্তরপ্রদেশে

By

Published : Mar 31, 2023, 11:22 AM IST

Updated : Mar 31, 2023, 1:05 PM IST

নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মিলল বারাণসীতে

দুর্গাপুর, 31 মার্চ: পানাগড়ের নিঁখোজ ব্যবসায়ীর খোঁজ মিলল বারাণসী স্টেশনে। বুধবার সকাল সাড়ে দশটায় কয়েক লক্ষ টাকা নগদ নিয়ে বর্ধমানে ব্য়বসার কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন পানাগড়ের ব্যবসায়ী সর্বন গুপ্তা। তারপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যদের দাবি। অভিযোগ দায়ের হয় পুলিশেও ৷ শেষ পর্যন্ত কাশী রেল স্টেশন থেকে ব্য়বসায়ীর খোঁজ পাওয়া গেল ৷ কীভাবে তিনি সেখানে পৌঁছোলেন, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পরিবারের লোক এবং পানাগড়ের ব্যবসায়ী সমিতি পুলিশের দ্বারস্থ হয়। কাঁকসা ব্যবসায়ী সর্বন গুপ্তা নিখোঁজের পরই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে তাঁর সন্ধান শুরু করে। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে জানা যায়, উত্তরপ্রদেশের কোনও এলাকায় আছেন তিনি। অবশেষে খবর আসে বারাণসী রেল স্টেশনে সর্বন গুপ্তাকে পাওয়া গিয়েছে। তাঁকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার কাঁকসা পুলিশের একটি টিম রওনা দিয়েছিল। শুক্রবার বিকেলের মধ্যেই তাঁকে নিয়ে আসা হবে কাঁকসা থানায় বলে সুত্র মারফত জানা গিয়েছে। তবে ব্যবসায়ী কি কোনও ছিনতাইবাজদের খপ্পড়ে পড়েছিলেন ? নাকি অন্য কোনও কারনে তাঁকে বেনারসে নিয়ে যাওয়া হয়? সম্পূর্ণ বিষয়টি জানা যাবে তিনি ফিরে আসার পর।

যদিও পানাগড়ে তাঁর সতীর্থ ব্যবসায়ী থেকে শুরু করে পরিবারের লোকজন যে দুশ্চিন্তায় ভুগছিল সেখান থেকে তারা মুক্তি পেলেন। কারণ ব্য়বসায়ীকে সুস্থ স্বাভাবিক অবস্থাতেই পাওয়া গিয়েছে ৷ পরিবারের সদস্য় উপেন্দর লাল গুপ্তা জানান,"সর্বাণ গুপ্তা নিখোঁজ হয়ে যাওয়ার পর আমাদের পরিবারের সবাই নাওয়া খাওয়া ভুলে গিয়েছিল। চূড়ান্ত দুশ্চিন্তায় গত কয়েক ঘন্টা কাটিয়েছি আমরা। খবর পেলাম তাঁকে কাশি স্টেশনে উদ্ধার করা হয়েছে। টাকা পয়সা তাঁর কাছে নেই বলেও খবর পেয়েছি। তবে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। কী কারণে কে বা কারা তাঁকে নিয়ে গেল সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে। আজ বিকালের সে ঘরে ফিরবে বলে জানতে পেরেছি।"

আরও পড়ুন: শুক্র-শনি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়াও

সত্যিই কি ছিনতাইবাজদের কবলে পড়েছিলেন সর্বান গুপ্তা? নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে? যদিও পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও বিস্তারিত কিছুই বলা হয়নি। কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী আচমকা রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার নেপথ্যে কী কারণ রয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ৷ পাশাপাশি কীভাবে সে কাশি স্টেশনে পৌঁছলো, পুলিশ আপাতত সবটাই গোপন রাখতে চাইছে তদন্তের স্বার্থে।

Last Updated : Mar 31, 2023, 1:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details