পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিষ্কারের নামে 'হাতসাফাই', দেড় লাখের সোনা নিয়ে চম্পট - Paschim burdwan

কুলটি থানার মিঠানির চাটুজ্জেপাড়ায় দেড় লাখ টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ।

দেড় লাখের সোনা নিয়ে চম্পট

By

Published : Sep 2, 2019, 10:58 PM IST

কুলটি, 2 সেপ্টেম্বর : সেলসম্যান সেজে দেড় লাখ টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে । কুলটি থানার মিঠানির ঘটনা । ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

জানা গেছে, আজ মিঠানির চাটুজ্জেপাড়ায় নীলমণি চট্টোপাধ্যায়ের বাড়িতে আসে দুই যুবক । বাড়ির দুই মহিলা মৌসুমি চট্টোপাধ্যায় ও বিউটি চট্টোপাধ্যায়কে জানায়, তাদের কাছে এক ধরনের ডিটারজেন্ট আছে । যা দিয়ে বাসন ছাড়াও সোনা-রুপোও পরিষ্কার করা যাবে । এরপরই মৌসুমি ও বিউটি বিষয়টি জানতে আগ্রহ প্রকাশ করে । তাঁরা তাঁদের সোনার গয়না খুলে দুই যুবককে পরিষ্কার করতে দেন । অভিযুক্তরা গয়না পরিষ্কার করে কাগজের প্যাকেটে ভরে দিয়ে ঘটনাস্থান থেকে চলে যায় ।

মৌসুমি বলেন, "প্রথমে আমার কাছ থেকে পায়ের তোড়া নিয়ে পরিষ্কার করে ওই দুই যুবক । তোড়া পরিষ্কারের পর তা ফেরত দিয়ে দেয় । তারপর সোনা পরিষ্কার করবে বলে জানায় । আমার জা বিউটির কাছ থেকে সোনার কানের চায় । কানের নিয়ে তারা আমাকে বলে বাটিতে অনেকটা ডিটারজেন্ট দেওয়া আছে, আরও কিছু গয়না থাকলে দিন । আমরা ওদের বিশ্বাস করে সোনার হার, আংটি, কানের দুল খুলে দিই । অভিযুক্তরা সেগুলি পরিষ্কার করে একটি কাগজের প্যাকেটে ভরে দেয় । প্যাকেটটি স্টেপল করে আমাদের বলে কিছুক্ষণের জন্য প্যাকেটটি ফ্রিজে রেখে দিন । এরপর তারা চলে যায় । কিন্তু আমাদের সন্দেহ হলে প্যাকেট খুলতেই দেখি কোনও গয়না নেই । আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি ।"

পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । তদন্ত চলছে ।

ABOUT THE AUTHOR

...view details