পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Open Firing at Petrol Pump: দিন দুপুরে পেট্রল পাম্পে গুলি, মহিলা কর্মীর মাথায় পিস্তল তাক ! - মহিলা কর্মীর মাথায় বন্দুক তাক

পেট্রল পাম্পে এক মহিলা কর্মীর মাথায় বন্দুক তাক দুষ্কৃতীর ৷ শূন্যে গুলি চলে বলেও অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড় এলাকায় ৷ তদন্তে পুলিশ ৷ আতঙ্কিত এলাকাবাসী ৷

Etv Bharat
পেট্রল পাম্পে চলল গুলি

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 7:22 PM IST

Updated : Sep 14, 2023, 7:31 PM IST

পেট্রল পাম্পে চলল গুলি

আসানসোল, 14 সেপ্টেম্বর: একটি পেট্রল পাম্পের মহিলা কর্মীর মাথায় বন্দুক তাক দুষ্কৃতীর। শূন্যে গুলি ছোড়া হয়েছে বলেও অভিযোগ ৷ পেট্রল পাম্পে বন্দুক নিয়ে শূন্যে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোল চিত্তরঞ্জন রোডের জেমারি মোড় এলাকায় ৷ তদন্তে সালানপুর থানার পুলিশ ৷

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি পেট্রল পাম্পে তিন জন যুবক আসে। ওই তিন যুবক একটি নম্বর বিহীন স্কুটি গাড়িতে করে এসেছিল বলে জানান পেট্রল পাম্পের কর্মীরা । 55 টাকার তেল ভরার পরেই পাশে থাকা মহিলা কর্মীর চুলের মুঠি ধরে এক যুবক। তারপর পকেট থেকে পিস্তল বের করে ওই মহিলা কর্মীর মাথায় তাক ক'রে ধরে।

ভয়ে ওই যুবতী এক ঝটকায় নিজেকে দুষ্কৃতীর থেকে ছাড়িয়ে দৌড়ে পালায়। যুবতীর চিৎকারে দুষ্কৃতীরা স্কুটিতে করেই পালিয়ে যায়। পেট্রল পাম্পের কর্মীদের দাবি পালানোর সময় দু'রাউন্ড গুলি ব্ল্যাংক ফায়ার করেছে দুষ্কৃতীরা। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

মঞ্জু মারাণ্ডি নামে আতঙ্কিত যুবতী জানিয়েছেন, সে যুবকদের চেনেন না ৷ তারা পঞ্চান্ন টাকার তেল ভরে ৷ তারপর একজন বন্দুক বের করে চুলের মুঠি ধরে ৷ এরপরেই টাকা না দিয়েই চলে যায়। পেট্রল পাম্পের মালিক শেখ ওয়াসিম বলেন, "দিনে দুপুরে এমন ঘটনা ঘটায়, আমরা খুব আতঙ্কিত। আমাদের নিরাপত্তা কোথায়? ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবে?"

আরও পড়ুন: শিক্ষকদের গাফিলতিতে জলে ডুবে মৃত্যু ছাত্রের! বিক্ষোভে গ্রামবাসী

সালানপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন নাকা পয়েন্টে পুলিশকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কী কারণে ওই যুবকেরা পেট্রল পাম্পে এসেছিল সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অন্যদিকে পেট্রল পাম্পের যে মহিলা কর্মীর মাথায় বন্দুক ধরা হয়েছিল তার সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা আছে কি না, সেই বিষয়েও পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

Last Updated : Sep 14, 2023, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details