আসানসোল, 28 সেপ্টেম্বর: গরুপাচার মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তরিত হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার ? অভিযোগ উঠছে, বিহার ঝাড়খণ্ড থেকে গরুপাচারের নতুন সেফ করিডর হয়ে উঠছে আসানসোলের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়ক । বুধবার রাতের ঘটনা আরও একবার সামনে এনেছে এই সম্ভাবনা । বুধবার রাতে 38টি গরু বোঝাই বড় লরি ধরা পড়ে 19 নম্বর জাতীয় সড়কের ওপর । জামুরিয়ার স্থানীয় মানুষজন ধরে ফেলেন সেই লরি । পুলিশ খতিয়ে দেখছে এই গরুগুলি নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজ আছে কি নেই !
গরুপাচারের মামলা স্থানান্তরিত হয়েছে দিল্লিতে । আসানসোল সিবিআই আদালত থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে গরুপাচারের ইডি ও সিবিআইয়ের মামলা স্থানান্তরিত হয়েছে । অভিযুক্ত অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, সায়গল হোসেন, এনামুল হকরা রয়েছেন দিল্লির তিহাড় জেলে ।
অভিযোগ, মামলা স্থানান্তরিত হতেই সক্রিয় হয়ে উঠেছে গরুপাচার চক্র । রাতের অন্ধকারে গরু পাচারের অভিযোগ উঠল জামুড়িয়ার নিঘায় । 19 নম্বর জাতীয় সড়কে একটি গরু বোঝাই লরি আটক করে জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ।
এলাকাবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে লরি করে গরুপাচার হচ্ছিল । পুলিশ গরু বোঝাই লরিটি আটক করেছে । লরিতে 18টি গরু এবং 13টি বাছুর ছিল । গরু বোঝাই লরির কাগজপত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । কিন্তু ওই লরির চালক ও খালাসি পালিয়ে গিয়েছে ৷ তাই কাগজপত্র ঠিকমতো পুলিশের হাতে আসেনি বলে অভিযোগ ।