দুর্গাপুর, 14 জুলাই: মাঠে গোরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল একজনের । নাম কোকিলা বাগদি( বয়স 45)। তিনি বুদবুদের সোয়াই গ্রামের বাসিন্দা।
আজ সকালে মাঠে গোরু চড়াতে যান কোকিলা বাগদি । ঝড়-বৃষ্টির সময় মাঠেই ছাতা নিয়ে বসেছিলেন তিনি। সেই সময় বাজ পড়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। কয়েকজন দেখতে পেয়ে এলাকায় খবর দেন । তাঁকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ।
দুর্গাপুরে বাজ পড়ে মৃত 1 - মাঠে গোরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল বুদবুদের সোয়াই গ্রামের বাসিন্দা কোকিলা বাগদির । মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।
Durgapur
মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।