পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firearms Recovered অণ্ডালে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার 1

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অণ্ডালের (Andal) উখড়ায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার (Firearms Recovered) করা হল ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের নাম সুভাষ ধীবর ৷ তাঁর কাছে থেকে একটি 7এমএম পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং দুটি ম্য়াগাজিন পাওয়া গিয়েছে ৷

one man arrested with Firearms in Andal
Firearms Recovered অণ্ডালে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার 1

By

Published : Aug 26, 2022, 3:35 PM IST

দুর্গাপুর, 26 অগস্ট: 48 ঘণ্টা কাটতে না-কাটতেই আবারও আগ্নেয়াস্ত্র (Firearms Recovered) উদ্ধার হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অণ্ডালের (Andal) অন্তর্গত উখড়ায় ৷ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম সুভাষ ধীবর ৷ উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবারও উখড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল ৷ সেবার অস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার উখড়া গ্রামের আনন্দ মোড় সংলগ্ন শ্মশান এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের নাম হরিসাধন ঘোষ ও তপন বাউড়ি ৷ ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷ পরবর্তীতে হরিসাধন ও তপনকে আদালতে পেশ করে পুলিশ ৷ বিচারকের নির্দেশে আপাতত ওই দু'জনই দুর্গাপুর সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷

আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ গ্রেফতার 1 ব্যক্তি ৷

আরও পড়ুন:পোলট্রি ব্যবসা ছেড়ে অস্ত্রের কারবার, কুলতলিতে গ্রেফতার 1

পুলিশের প্রাথমিক অনুমান ছিল, হরিসাধন ও তপন কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তাই তাঁদের জেরা করে পুলিশ ৷ জেরায় আরও এক ব্যক্তির নাম জানান ধৃতরা ৷ তিনিই হলেন সুভাষ ধীবর ৷ বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ সুভাষের কাছ থেকে উদ্ধার করা হয় একটি 7এমএম পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং দু'টি ম্য়াগাজিন ৷ কীভাবে তাঁর কাছে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পৌঁছল, তার হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ শুক্রবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, কোনও আইনবিরুদ্ধ কাজ করার জন্যই ধৃত তিনজন অস্ত্র জোগাড় করেছিল ৷ কিংবা ধৃতরা বেআইনি অস্ত্রপাচার বা ব্যবসার সঙ্গেও জড়িত থাকতে পারেন ৷ তাঁদের তিনজনকে জেরা করে আসল ঘটনা জানতে চাইছে পুলিশ ৷ এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, ধৃতরা কোনও আন্তঃরাজ্য চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, সেই সব তথ্য জোগাড় করছে পুলিশ ৷ সেগুলি যাচাই করে দেখার জন্য ধৃতদের আরও জেরা করা প্রয়োজন বলেও জানিয়েছেন তদন্তকারী পুলিশকর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details