দুর্গাপুর, 5 মে : দুটি ট্রাক ও ডাম্পারের মধ্যে সংঘর্ষ হল। দুর্ঘটনায় আহত হয়েছেন ডাম্পারের চালক । ঘটনাটি দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার । আহতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ট্রাক দুটির চালকরা পলাতক ।
ডাম্পারের সঙ্গে দুটি ট্রাকের ধাক্কা; আহত ১ - lorry
নিউটাউনশিপ থানা এলাকায় ট্রাক, লরি ও ডাম্পারের সংঘর্ষ । ঘটনায় আহত ডাম্পারের চালক ।
আজ সকালে দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়ার দিকে একটি কয়লা বোঝাই ট্রাক আসছিল । ট্রাকটির সামনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে ধাক্কা মারে । এরপর ডাম্পার ও ট্রাকটি পাশের লেনে গিয়ে পড়ে । সেইসময় মুচিপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথর বোঝাই ট্রাক ওই ডাম্পার ও অন্য ট্রাকটিকে ধাক্কা মারে । দুর্ঘটনার পর ডাম্পারের চালক গাড়ির ভেতর আটকে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন । চালককে উদ্ধারের চেষ্টা শুরু হয় । তিন ঘণ্টার চেষ্টার পর গ্যাসকাটার দিয়ে ডাম্পারের কিছুটা অংশ কেটে চালককে উদ্ধার করা হয় । দুর্ঘটনার জেরে নিউটাউনশিপের রাস্তায় তীব্র যানজট হয় । প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় ।