পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিভিক ভলান্টিয়রদের তাড়ায় বেপরোয়া ট্রাক, ধাক্কায় মৃত্যু যুবকের - west burdwan

সিভিক ভলান্টিয়রদের তাড়া খেয়ে দ্রুত বেগে পালাতে গিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা দিল ট্রাক। মৃত্যু হয় বাইক আরোহীর। আহত আরও দুই।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 7, 2019, 6:38 AM IST

দুর্গাপুর, ৭ মার্চ : সিভিক ভলান্টিয়রদের তাড়া খেয়ে দ্রুত বেগে পালাতে গিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা দিল ট্রাক। মৃত্যু হয় বাইক আরোহীর। আহত আরও দুই। ঘটনাটি দুর্গাপুরের কোকোওভেন থানা এলাকার সাগরভাঙার। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ।

দুর্গাপুরের মুচিপাড়া থেকে বাঁকুড়া জেলাগামী রাস্তা দিয়ে একটি বাইকে করে যাচ্ছিলেন তিনজন। অনুমান, তারা সম্পর্কে মা, বাবা ও ছেলে। ছেলেটিই বাইক চালাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, সিভিক ভলান্টিয়ররা একটি ট্রাককে তাড়া করেছিল। সেই ট্রাকটিও মুচিপাড়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সিভিক ভলান্টিয়রদের তাড়া খেয়ে ট্রাকচালক গতি বাড়ানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বাইকটিকে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক ছিটকে গিয়ে পড়েন ট্রাকের তলায়। তিনি পিষে যান। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। বাইকের বাকি দু'জন আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন। মাথায় চোট পান মহিলা। তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থানে আসে কোকোওভেন থানার পুলিশ। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, সিভিক ভলান্টিয়াররা তোলাবাজি চালায়। এর জেরে কয়েকদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর থেকে এই রাস্তায় পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। এই সমস্ত গাড়ি থেকে টাকা তোলা হয়। বারবার অভিযোগের পরও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযোগ মিলেছে। তদন্ত চলছে।

ABOUT THE AUTHOR

...view details