দুর্গাপুর, 3 নভেম্বর : ছটপুজো সেরে পরিবারের সকলের সঙ্গেই বাড়ি ফিরেছিলেন ৷ তারপর খাবার কিনতে গিয়ে আর ফেরা হয়নি ৷ মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় যুবকের ৷ ঘটনাটি দুর্গাপুরের বেনাচিতি বাজারের নাচন রোডের ৷ ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ স্থানীয়দের ৷
মৃতের নাম সঞ্জয় গুপ্তা (22) ৷ দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারের শালবাগানের বাসিন্দা ৷ আজ সকালে ছটপুজো সেরে বাড়ি ফেরার পর বাইক নিয়ে খাবার আনতে বেরিয়েছিলেন সঞ্জয় ৷ সেসময় দুর্গাপুর স্টেশন তেকে প্রান্তিকাগামী একটি মিনিবাস বেনাচিতি নাচন রোডে সঞ্জয়ের বাইকে ধাক্কা মারে ৷ বাসের ধাক্কাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি ৷ রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷