পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুলটিতে চুরি যাওয়া রেলের সম্পত্তি উদ্ধার, গ্রেপ্তার 1 - কুলটিতে চুরি যাওয়া রেলের সম্পত্তি উদ্ধার, গ্রেপ্তার 1

গতকাল রাতে কুলটির চবকা নিষিদ্ধপল্লি সংলগ্ন এলাকায় যৌথভাবে হানা দেয় রেল পুলিশ ও রাজ্য পুলিশ । তাদের কাছে খবর ছিল শেখ রাজু নামে জনৈক ব্যক্তির কাছে রেলের চুরি যাওয়া প্রচুর সম্পত্তি লুকোনো আছে ।

One arrested with stolen railway property in kulti, asansol
কুলটিতে চুরি যাওয়া রেলের সম্পত্তি উদ্ধার, গ্রেপ্তার 1

By

Published : Nov 3, 2020, 10:16 AM IST

আসানসোল, 3 নভেম্বর : চুরি যাওয়া রেলের যন্ত্রাংশ উদ্ধার করল পুলিশ ৷ গতকাল রাতে আসানসোলের কুলটি থানার চবকা অঞ্চল থেকে উদ্ধার হয় রেলের ওই সম্পত্তি ৷ খবর পেয়ে শেখ রাজু নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ সেখানে তার বাড়ি থেকে উদ্ধার হয় রেলের দরজা, জানালা-সহ লক্ষাধিক টাকার যন্ত্রাংশ ৷ শেখ রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

গতকাল রাতে কুলটির চবকা নিষিদ্ধপল্লি সংলগ্ন এলাকায় যৌথভাবে হানা দেয় রেল পুলিশ ও রাজ্য পুলিশ । তাদের কাছে খবর ছিল শেখ রাজু নামে জনৈক ব্যক্তির কাছে রেলের চুরি যাওয়া প্রচুর সম্পত্তি লুকানো আছে । অভিযানে পুলিশ দেখতে পায় শেখ রাজুর বাড়ির ছাদে প্রচুর জিনিস লুকানো । রেলের যন্ত্রাংশ ছাড়াও রেল আবাসনের জানালা, দরজা প্রচুর পরিমাণে ছিল । যদিও ছাদে রেখে প্রায় সমস্ত জিনিসই নষ্ট হতে বসেছিল । পুলিশের অনুমান, লকডাউনের কারণে চুরির জিনিসগুলি বিক্রি করতে পারেনি রাজু । পুলিশ সমস্ত জিনিস উদ্ধার করে রেলের ম্যাটাডোরে নিয়ে যায় । সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে শেখ রাজুকে ।

যদিও অভিযুক্ত শেখ রাজু জানিয়েছে, সে জানত না ওগুলি চুরির জিনিস । সীতারামপুর রেল স্টেশনের জনৈকবাবু ঠিকাদারের কাছে তিনি জলের দরে জিনিসগুলি কিনেছিলেন লকডাউনের আগে । পুলিশ ঠিকাদারের খোঁজ করছে । পাশাপাশি শেখ রাজু সঠিক কথা বলছে কি না সে নিয়েও তদন্ত শুরু হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details