দুর্গাপুর, 7 জুন: সরকারি স্বাস্থ্যবিধি মানলেন না খোদ রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আজ অন্ডালে মন্ত্রীর একটি অনুষ্ঠানে সামাজিক দূরত্ব উঠল শিকেয়৷ ভিড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক গ্রহণ করতে দেখা গেল মলয় ঘটককে৷ এরপর অনুরাগীদের ফটোসেশনের আবদার মেটালেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী। মলয় ঘটককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে কিছু বলবেন না বলে জানান ৷
মন্ত্রীর আহ্বানে ভিড়, সামাজিক দূরত্ব শিকেয় তুলে ফটোসেশন - social distance not maintained at Minister Malay Ghatak
খোদ মন্ত্রীর অনুষ্ঠানে মানা হল না স্বাস্থ্যবিধি৷ রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের আহ্বানে অন্ডালে ভিড় করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মন্ত্রীর অনুগামীরা৷ এমনকী মন্ত্রীর গায়ে গা ঘেঁষে চলল ফটোসেশন৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বললেন, "নো কমেন্টস"৷
![মন্ত্রীর আহ্বানে ভিড়, সামাজিক দূরত্ব শিকেয় তুলে ফটোসেশন social distance not maintained at Minister Malay Ghatak](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7517931-886-7517931-1591543787651.jpg)
"আনলক 1" পর্ব চললেও দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বাড়ছে । রাজ্যেও অবস্থাও এক । এমত পরিস্থিতিতে লকডাউন শিথিল হলেও কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলছে সরকার । কিন্তু, অন্ডালের উখড়াতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককের অনুষ্ঠানেই সামাজিক দূরত্ব মানা হল না ৷ খোদ মন্ত্রীকে দেখা গেল হাসি মুখে ভিড় মঞ্চে বসে আছেন৷ এমনকী গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ভক্তদের চেক গ্রহণ করলেন তিনি৷ ফটোসেশনের আবদারও মেটালেন ৷ কদিন আগেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের আহ্বান জানান রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক ৷ উখরা কমিউনিটি হলে সেই অনুষ্ঠানই ছিল আজ ৷ সেখানেই মঞ্চে বিভিন্ন স্তরের তৃণমূল নেতাদের গায়ে গায়ে বসতে দেখা গেল। ভিড়ঠাসা কমিউনিটি হলে মন্ত্রীর হাতে চেক দিতে আসেন বহু মানুষ । হুড়োহুড়ি করে মন্ত্রীর সঙ্গে ছবি তুললেন অনেকেই । মন্ত্রীও হাসিমুখে আবদার মেটালেন অনুগামীদের ৷ সব মিলিয়ে সামাজিক দূরত্ব উঠল শিকেয়৷
এর আগে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে দেখা গিয়েছিল সামাজিক দূরত্ব না মেনে অনুগামীদের সঙ্গে ছবি তুলতে। এবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে দেখা গেল একই ভূমিকায়। তাঁর অনুষ্ঠানে তো সামাজিক দূরত্ব থাকল না? এমন প্রশ্নে রাজ্য়ের শ্রম ও আইনমন্ত্রীর উত্তর, "নো কমেন্টস"৷