আসানসোল, 6 ডিসেম্বর: আসানসোলের প্রান্তিক এলাকা সাঁকতোড়িয়া, ডিসেরগড়ের দুই বোন রিমা ও রিয়া আচার্য । আত্মকেন্দ্রিকতার ইঁদুর দৌড় থেকে নিজেদের সরিয়ে জনসেবায় মেতেছেন তাঁরা । আশ্রয়হীন বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম (Oldage Home Create at Asansol by 2 Sister)। বর্তমানে যার আবাসিক সংখ্যা প্রায় 25 ।
করোনার আগে থেকেই সমাজ সেবা করত দুই বোন ৷ তবে কোভিডকালে অভুক্তদের খাবার দেওয়া থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার কিনে প্রান্তিক এলাকায় কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি তা সরবরাহের কাজও করেন তারা ৷ যার ফলে করোনা আক্রান্ত হতে হয়েছিল তাঁদেরকেও ৷ কিন্তু তারপরেও কাজ থামেনি ৷ দুঃস্থ ও করোনায় কাজহারাদের জন্য নিয়মিত খাদ্যদ্রব্য ও রেশন, গ্রামের মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা ইত্যাদি কাজে প্রতিদিন ব্যস্ত হয়ে পড়েন রিমা-রিয়া ৷
কুলটির সাঁকতোড়িয়া এলাকার অভিজাত আচার্য পরিবারের মেয়ে রিমা ও রিয়া । সমাজ সেবা করতে করতে পারিবারিক ব্যবসা থেকেও ক্রমে সরে আসতে থাকেন তাঁরা । এরই মাঝে করোনাকালে আশ্রয়হীনদের অসহায় অবস্থার কথা ভেবে কাতর হয়ে ওঠেন দুই বোন । ঠিক করেন, নিজেদের যে ম্যারেজ হল ছিল, সেখানেই তাঁদের আশ্রয় দেওয়া হবে । এরপর চালু ম্যারেজ হলটিকে শেষ পর্যন্ত বন্ধ করে তার লাইসেন্স জমা দিয়ে ব্যবসা থেকে সরে আসে তাঁরা । সেই ম্যারেজ হল ও পুরোনো একটি বাড়ি ঘিরে ধীরে-ধীরে গড়ে ওঠে আশ্রয়হীন, নিঃসন্তান ও অসহায় বৃদ্ধবৃদ্ধাদের আশ্রয়স্থল ৷ নাম দেওয়া হয় আদ্যাশক্তি বৃদ্ধাশ্রম(Oldage Home at Asansol)।
আরও পড়ুন :বৃদ্ধাশ্রম,অনাথ আশ্রম গড়ে মেয়ের স্বপ্ন পূরণ করতে চান ঐন্দ্রিলার মা