আসানসোল, 22 এপ্রিল : আসানসোলের সেনরেলে রোডের একটি বেসরকারি নার্সিংহোমে কোরোনা চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টার করার প্রস্তাব দিয়েছিল প্রশাসন ৷ রেল হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত সন্দেহে এক রোগীকে আজ সেখানে ভরতির জন্য পাঠানো হয় ৷ কিন্তু অভিযোগ, ওই রোগীকে ভরতি না নিয়ে ছয় ঘণ্টার উপর নার্সিংহোমের বাইরে বসিয়ে রাখা হয় ৷
কোরোনা আক্রান্ত সন্দেহে রোগীকে 6 ঘণ্টা বাইরে বসিয়ে রাখল নার্সিংহোম
রেল হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত সন্দেহজনক রোগী লিখেই পাঠানো হয় নার্সিংহোমে ৷ কিন্তু অভিযোগ, ওই রোগীকে ভরতি না নিয়ে ছয় ঘণ্টার উপর নার্সিংহোমের বাইরে বসিয়ে রাখা হয় ৷
স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে এক রোগীকে রেলের ডিভিশনাল হাসপাতাল থেকে এই নার্সিংহোমে পাঠানো হয় ৷ 69 বছর বয়সি ওই বৃদ্ধ প্রাক্তন রেলকর্মী ৷ রেল হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত সন্দেহজনক রোগী লিখেই পাঠানো হয় এই নার্সিংহোমে ৷ কিন্তু, ওই রোগী পৌঁছতেই নার্সিংহোমের চতুর্থ শ্রেণির কর্মীরা বিক্ষোভ শুরু করেন ৷ তাঁকে ভরতি করা হলে তাঁরা কাজ করবেন না বলে বেরিয়ে যান ৷ নার্সিংহোমের অন্যান্য কর্মীরাও তাঁকে ঢুকতে দেননি বলে অভিযোগ ৷ রোগী ও তাঁর পরিবারের সদস্যকে বাইরে বসে থাকতে বলা হয় ৷
অমানবিকভাবে ওই রোগীকে নার্সিংহোমের বাইরে প্রায় ছয় ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ ৷ এই বিষয়ে জানতে পেরে রেলের হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই রোগীকে ভরতি করা নিয়ে বিতর্ক হলেও কোনও পক্ষই কিছু জানাতে রাজি হয়নি ৷ এমন কী, রোগীকে ভরতি করা হয়েছে কিনা সে তথ্যও দিতে রাজি হয়নি স্বাস্থ্য বিভাগ বা নার্সিংহোম কর্তৃপক্ষ ৷