পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Exam 2023: পশ্চিম বর্ধমানে মাধ্যমিকে অংশগ্রহণে ছেলেদের টেক্কা মেয়েদের

আগামিকাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ৷ পশ্চিম বর্ধমানে এবার মাধ্যমিকে অংশগ্রহণে ছেলেদের টেক্কা দিল মেয়েরা (Madhyamik Exam) ৷ জেলায় মোট পরীক্ষার্থী 22 হাজার 673 ৷

Madhyamik Exam
মাধ্যমিক পরীক্ষা

By

Published : Feb 22, 2023, 10:56 PM IST

ডিআরডিসি'র প্রজেক্ট ডিরেক্টর ইন্দ্রদেব ভট্টাচার্যের বক্তব্য

আসানসোল, 22 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) । কোভিড অতিমারীর পর ফের নতুন করে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থীরা । আর তাই জেলায় জেলায় পরীক্ষার্থীদের মধ্যে চরম উৎসাহ । পশ্চিম বর্ধমানে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 22 হাজার 673 । এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি । 12 হাজার 436 জন ছাত্রী এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসছেন পশ্চিম বর্ধমানে । মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের জন্যই সরকারি স্কুলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পঠন-পাঠনের হার বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

পশ্চিম বর্ধমানে মোট 102টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে বলে জানিয়েছেন জেলার ডিআরডিসি'র প্রজেক্ট ডিরেক্টর তথা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য । তিনি জানিয়েছেন, এই 102টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আসানসোল মহকুমায় আছে 59টি কেন্দ্র এবং 43টি কেন্দ্র রয়েছে দুর্গাপুর মহকুমায়। দু'টি ট্রেজারি-সহ 12টি পুলিশ স্টেশনে প্রশ্নপত্র রয়েছে । বৃহস্পতিবার সকাল 8টা থেকে প্রশ্নপত্র বেরোতে শুরু করবে ।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এ বছর বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে । তার মধ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি। তিনটি করে সিসিটিভি ক্যামেরা থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। একটি থাকবে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকছে ৷ তারা সমস্ত কিছু সরঞ্জাম রেখে শুধুমাত্র পেন, পেন্সিল এবং পরীক্ষা দেওয়ার সামগ্রী নিয়ে সেন্টারের দিকে এগিয়ে যাবে । ওই ক্যামেরাতে সেসবই ধরা পড়বে ৷ আর একটি সিসিটিভি থাকবে স্কুলের বারান্দায় ৷ অপর সিসিটিভি থাকছে যেখানে প্রশ্নপত্র খোলা হবে এবং পরীক্ষার দেওয়ার পর যেখানে প্রশ্নপত্র পুনরায় নিয়ে এসে সিল হবে সেখানে ।

এছাড়া এ বছরই প্রথমবার যেখানে পরীক্ষা কেন্দ্রের ভেতরে পুলিশ কর্মী থাকবে । সংখ্যায় অল্প হলেও প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পুলিশকর্মী রাখা হচ্ছে । যদিও কোন সিভিক ভলান্টিয়ার পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না । জেলায় যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সে দিকে নজর দিচ্ছে প্রশাসন ৷ ইতিমধ্যেই শিক্ষা দফতরের পক্ষ থেকে জেলার পুলিশ, ট্রাফিক এবং অন্যান্য বিভাগকে বলা হয়েছে যাতে পরীক্ষার্থীরা সময়ে কেন্দ্রে পৌঁছতে পারে তার খেয়াল রাখতে । যেখানে বাস বা অন্যান্য যান চলাচলের সুবিধা নেই সেখানে পরীক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে ।

আরও পড়ুন: রাত পোহালেই মাধ্যমিক, পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় প্রস্তুত কলকাতা-বিধাননগর প্রশাসন

ABOUT THE AUTHOR

...view details