পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ায় তৃণমূলের বিক্ষোভে কারখানা বন্ধের নোটিশ

তৃণমূলের বিক্ষোভের পর অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় জামুড়িয়ার মিঠাপুরে পলিপ্যাক কারখানা কর্তৃপক্ষ ।

Notice of closure of factory in Jamuria
তৃণমূলের বিক্ষোভে কারখানা বন্ধের নোটিশ

By

Published : Jan 12, 2021, 10:42 PM IST

জামুড়িয়া, 12 জানুয়ারি : জামুড়িয়ার মিঠাপুরে পলিপ্যাক কারখানায় বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা । গতকালের এই বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় । এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা ।

বেকার যুবকদের চাকরি-সহ একাধিক দাবিতে গতকাল জামুড়িয়ার মিঠাপুরে পলিপ্যাক কারখানার গেট বন্ধ করে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় । এই বিক্ষোভের পর অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ । কারখানা মালিক কর্তৃপক্ষ বলেন, "রাজনৈতিক সমস্যা জেরে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছি ।"

আরও পড়ুন : জামুড়িয়ায় কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ তৃণমূলের

তৃণমূলের ব্লক সভাপতি সাধন রায় জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে আন্দোলন করি । বিজেপির নেতা সভাপতি সিং বলেন " তৃণমূলের দাদাগিরির জেরে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ । একদিকে যখন রাজ্যে বিনিয়োগ করতে চাইছেন না শিল্পপতিরা তখন তৃণমূলের এই দাদাগিরির জেরে বন্ধ হতে বসেছে রাজ্যের একাধিক কলকারখানা ।

ABOUT THE AUTHOR

...view details