পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: 'হুমকি না স্বেচ্ছায়!' সালানপুরে বামেদের মনোনয়ন তোলার হিড়িক ঘিরে প্রশ্ন - বাম প্রার্থী

একাধিক বাম প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন ৷ কারণ জিজ্ঞাসা করলে তাঁরা জানাচ্ছেন, নিজেদের ইচ্ছাতেই এই মনোনয়ন প্রত্যাহার ৷ কিন্তু সিপিএমের সালানপুর এরিয়া কমিটির সম্পাদক রঞ্জন সরকারের কথায়, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁদের প্রার্থীদের।

Panchayat Elections 2023
সালানপুরে বামেদের মনোনয়ন তোলার হিড়িক

By

Published : Jun 19, 2023, 11:01 PM IST

সালানপুরে বামেদের মনোনয়ন তোলার হিড়িক

সালানপুর, 19 জুন: সালানপুর ব্লকে মনোনয়ন প্রত্যাহার করছে বামেরা। সোমবার মনোনয়ন প্রত্যাহারের দিনে দেখা যায় একাধিক বাম প্রার্থী তাঁদের নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সিপিএমের সালানপুর এরিয়া কমিটির সম্পাদক রঞ্জন সরকারের দাবি, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁদের প্রার্থীদের। সেই কারণে ভয়েই তাঁরা মনোনয়ন প্রত্যাহার করছে। যদিও প্রার্থীদের জিজ্ঞেস করা হলে তাঁরা জানিয়েছেন, স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছেন। 29 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এদিন ৷ তারমধ্যে 16 জন সিপিএম প্রার্থী ৷ তারপরে রয়েছেন বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা ৷

মনোনয়ন জমা দেওয়ার দিনে শাসকদলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছিল বিরোধীদের। তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো গোলাপ ফুল দিয়ে, জলের বোতল দিয়ে স্বাগত জানিয়ে মনোনয়ন করানো হয়েছিল বাম এবং বিজেপি প্রার্থীদের। কিন্তু মনোনয়ন প্রত্যাহার দিনে দেখা যাচ্ছে উলটো চিত্র।
বামেদের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাহার করা হচ্ছে। একের পর এক প্রার্থী এসে মনোনয়ন প্রত্যাহার করে যাচ্ছেন। কিন্তু কেন?

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনে মানুষের জয় হবে, 'পাবলিক পিস রুম'-এর সূচনায় বার্তা রাজ্যপালের

সালানপুর এরিয়া কমিটির সম্পাদক রঞ্জন কুমার সরকার দাবি করেছেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। লোক দেখিয়ে গোলাপ ফুল আর পানীয় জলের বোতল দেওয়া হয়েছিল মনোনয়ন করানোর জন্য। এরপর মনোনয়ন করার পর বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। প্রার্থীদের প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ভোটের পর তাঁদেরকে দেখে নেওয়া হবে। আর এই ভয়েই সাধারণ জীবন যাপন করা বাম প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করছেন।

যদিও প্রার্থীরা অবশ্য তা বলছেন না। মনোনয়ন প্রত্যাহার করতে আসা সালানপুরের সামডি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী বিশাল বাউরি বলেন, "আগে উৎসাহ প্রকাশ করেছিলাম। এখন আর উৎসাহ পাচ্ছি না ভোটে। সেই কারণেই নিজের ইচ্ছাই মনোনয়ন প্রত্যাহার করলাম।" রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আরেক সিপিএম প্রার্থী সরজিত মাজিতের কথা, আমার নিজের ইচ্ছাতেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম।" তাঁকে জিজ্ঞেস করা হয় ভয় বা হুমকির জেরে কি আপনি মনোনয়ন প্রত্যাহার করলেন? পালটা উত্তর "আমি কি ছোট ছেলে যে আমি ভয় পাব।"

আরও পড়ুন:তৃণমূলের টিকিট পেয়েও তালিকায় নেই নাম, ক্ষোভে খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে

যে কোনও কারণেই হোক সোমবার সকাল থেকে একের পর এক সিপিএম প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করছেন সালানপুরে। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা ভোলা সিংকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "প্রার্থীরা অনেকে জানেই না যে তাঁরা প্রার্থী হয়ে গিয়েছেন। তাঁদেরকে জোর করে ভুল বুঝিয়ে প্রার্থী করা হয়েছিল। এখন তাঁরা ঠিক বুঝতে পেরে মনোনয়ন প্রত্যাহার করছে। আমরা কাউকে ভয় দেখাইনি। আমরা সবাইকে স্বাগত জানিয়েছি মনোনয়ন করার জন্য।"

ABOUT THE AUTHOR

...view details