জামুড়িয়া, 7 জুলাই: ভোটের হিংসায় যাঁদের প্রাণ যায় তাঁদের পরিবারকেই দীর্ঘ যন্ত্রণা সহ্য করতে হয় । যে যন্ত্রণা 2013 সাল থেকে বয়ে চলেছেন স্বামীহারা দুই মহিলা মানোয়ারা বিবি ও গীতা কোড়া । পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা দুই মহিলার সংগ্রাম এখনও চলছেই। তাই ভোট হোক, মৃত্যু নয় । পঞ্চায়েত ভোট শুরুর আগে তাঁদের আবেদন, ভোট হোক শান্তিপূর্ণ । এক ফোটা রক্ত যেন না-ঝড়ে । অশান্তির রাজনীতি বন্ধ হোক বলেই আবেদন 2013 সালের পঞ্চায়েত ভোটের নৃশংসতার সাক্ষী থাকা দুই মহিলা মানোয়ারা বিবি ও গীতা কোড়া ।
ঠিক কী হয়েছিল 2013 সালের 15 জুলাই ? খতিয়ে দেখল ইটিভি ভারত
2013 সালের পঞ্চায়েত ভোটে জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থী হয়েছিলেন মানোয়ারা বিবি । 15 জুলাই সকালে ভোটের দিনই খুনের রাজনীতি শুরু হয় । বোমাবাজিতে মৃত্যু হয় মানোয়ারা বিবির স্বামী শেখ হাসমত সাগারের । দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় বুথের বাইরে লুটিয়ে পড়েন তিনি । কিছুক্ষণের মধ্যেই পালটা খুন । খেতের মধ্যে উদ্ধার হয় গীতা কোড়ার স্বামী তৃণমূল কর্মী রাজেশ কোড়ার ক্ষতবিক্ষত দেহ। শেখ হাসমতকে হারিয়ে সিপিএম প্রার্থী মানোয়ারা বিবি জিতলেও বর্তমানে দুই মহিলার জীবন সংগ্রাম চলছেই। পাশ দল দাঁড়ালেও একটা চাকরি পেতে চান গীতা কোড়া ।