আসানসোল , 4 মে : কেন্দ্রীয় সরকারের তরফে তৃতীয় পর্যায়ের লকডাউনে আজ থেকে মদের দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এরপরেই সকাল থেকে বিভিন্ন এলাকায় মদের দোকানে দীর্ঘ লাইন দেখা গেছে ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে । এই অবস্থায় আসালসোলে দেখা গেল অন্য ছবি ৷ আসানসোলের বেশ কয়েকটি মদের দোকানে নো মাস্ক , নো লিকার নির্দেশিকা ঝুলতে দেখা যায় ৷ বাস্তবেও ওই দোকানগুলিতে মাস্ক পরে না থাকা ব্যক্তিদের মদ দেওয়া হয়নি ।
'নো মাস্ক , নো লিকার' নির্দেশিকা আসানসোলের মদের দোকানগুলিতে - লকডাউন
পেট্রল পাম্পগুলিতে বহুদিন আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল । মাস্ক না পরলে পেট্রল মিলবে না । এবার আসানসোলের বেশ কয়েকটি মদের দোকানে নো মাস্ক , নো লিকার নির্দেশিকা ঝুলতে দেখা যায় ৷
পেট্রল পাম্পগুলিতে বহুদিন আগেই নির্দেশিকা জারি করা হয়েছিল । মাস্ক না পরলে পেট্রল মিলবে না । এবার একই চিত্র মদের দোকানে । কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী , সোমবার মদের দোকান স্বল্প সময়ের জন্য খোলা হয় শর্তসাপেক্ষে । বেশিরভাগ দোকানের বাইরেই ছিল লম্বা লাইন । যদিও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি । তবে আসানসোলের বিভিন্ন মদের দোকানে আজ দেখা যায় একটি নির্দেশিকা যে , মাস্ক ছাড়া মদ নেওয়া যাবে না ।
কোরোনা প্রকোপ থেকে বাঁচতে দূরত্ব বজায় রাখার পাশপাশি মাস্ক পরতেই হবে বলে রাজ্য প্রশাসন জানিয়েছিল । কিন্তু তারপরেও তেমন মানুষের মধ্যে সচেতনতা দেখা যায়নি । আর সেই কারণে মাস্ক ছাড়া মদ দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে আসানসোলের মদের দোকানগুলি । তাতে আর যাই হোক , মদ কিনতে আসা লোকেরা মাস্ক পরে আসবেন ।