পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"রাজকুমার রায় হতে চাই না", ভোটকর্মীদের বিক্ষোভ আসানসোলেও

"প্রতিটি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়নি। আমাদের প্রত্যেকের জীবনের দাম আছে। রাজ্য পুলিশের উপর ভরসা নেই। আমাদের নিরাপত্তা কোথায়?"

ভোটকর্মীরা

By

Published : Apr 1, 2019, 4:31 AM IST

আসানসোল, 1এপ্রিল : প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। গতকাল আসানসোলের একটি স্কুলে প্রশিক্ষণ চালার সময় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের বক্তব্য, "আমরা রাজকুমার রায় হতে চাই না। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করব না।" গতকাল জেলার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বালুরঘাটে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা।

ভিডিয়োয় শুনুন ভোট কর্মীদের বক্তব্য

তিনদিন ধরে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছে। গতকাল প্রশিক্ষণ চলার সময় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটকর্মীরা। তাঁদের বক্তব্য, "প্রতিটি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়নি। আমাদের প্রত্যেকের জীবনের দাম আছে। রাজ্য পুলিশের উপর ভরসা নেই। আমাদের নিরাপত্তা কোথায়? প্রয়োজনে আমাদের শোকজ় করা হোক। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করব না।" পরে জেলা প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ করা হয়।

পঞ্চায়েত ভোটের সময় ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ থেকে নিখোঁজ হন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। পরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।

ABOUT THE AUTHOR

...view details