দুর্গাপুর, 16 জুন : বুধবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিপাত শহর দুর্গাপুর জুড়ে । নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে । বুধবার সকালে এই প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে দুর্গাপুরের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা জলবন্দি দশায় কাটাচ্ছেন । আর তা নিয়ে শুরু রাজনৈতিক বিতর্ক ।
দুর্গাপুর নগর নিগমের 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঋষি অরবিন্দ নগর এলাকায় জলমগ্ন । ব্যাপক দুর্ভোগে এলাকাবাসীদের। চরম সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের । এই ধরনের জল এলাকায় না জমে সেই ব্যবস্থা করুক প্রশাসন, এমনই দাবি রাখছে এলাকাবাসীরা । নিকাশি ব্যবস্থা ঠিকমত না থাকার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে বারেবারেই বলে দাবি এলাকাবাসীদের ৷ আর তাই নিয়েই অভিযোগ, পাল্টা অভিযোগে মাতলেন বিজেপির দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষন ঘোড়ুই এবং দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ৷