পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NIT Durgapur New Director: নয়া ডিরেক্টর নিযুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে - ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি

NIT Durgapur Appointed New Director: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের নতুন ডিরেক্টর হিসাবে বৃহস্পতিবার কার্যভার গ্রহণ করলেন অরবিন্দ চৌবে ৷ এই প্রতিষ্ঠানকে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার কথা জানালেন তিনি ৷ পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন দেশে পড়ে পড়ুয়াদের বিদেশে চাকরি করতে চলে যাওয়ায় ৷

NIT Durgapur New Director
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি

By

Published : Jul 27, 2023, 7:00 PM IST

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের নয়া ডিরেক্টর

দুর্গাপুর, 27 জুলাই:দেশের সুশিক্ষা নিয়ে বিদেশে জীবিকার টানে চলে যাওয়া বেদনাদায়ক ৷ দেশের উৎকর্ষ বিদেশে চলে যাওয়া সরকার নির্ধারিত 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের পরিপন্থী হয়ে উঠছে ৷ এমনটাই বললেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের নতুন ডিরেক্টর ৷ বৃহস্পতিবার এই পদে কার্যভার গ্রহণ করলেন অরবিন্দ চৌবে ৷ এর আগে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি ভাগলপুরের ডিরেক্টর রূপে কার্যভার সামলেছেন ৷ এনআইটি দুর্গাপুরের নতুন ডিরেক্টরের পদের দ্বায়িত্ব নিয়েই তিনি জানালেন, সর্বভারতীয় রাঙ্কিংয়ে বর্তমানে এনআইটি দুর্গাপুরের স্থান 43তম ৷ এই প্রতিষ্ঠানকে তিনি আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আন্তরিক প্রচেষ্টা করবেন ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের কৃতি ছাত্রছাত্রীরা দেশের সম্পদ ৷ তারা বিদেশে গিয়ে সেখানকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করছে ৷ ঘটনাচক্রে ফের তারা ভারতে ফিরে আসছে ৷ নবনিযুক্ত ডাইরেক্টর আরও জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে দেশের অগ্রগতি হচ্ছে ৷ সেখানে এনআইটি দুর্গাপুরের ছাত্রছাত্রীদের আরও সক্রিয়ভাবে সামিল করতে চান তিনি ৷ তিনি বলেন, "বিখ্যাত এই টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় ক্ষেত্রের দুর্বলতা খুঁজতে হবে, সমস্যা সমাধান করতে হবে ৷ দেশ বিদেশের ছাত্র ছাত্রীদের নিয়ে গড়ে ওঠা এই নামী শিক্ষা প্রতিষ্ঠানের প্লেসমেন্টেও আরও জোর দেওয়া হবে ৷"

আরও পড়ুন:অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভ দুর্গাপুরের এনআইটি বিশ্ববিদ্যালয়ে

অরবিন্দ চৌবে জানান, 'মেক ইন ইন্ডিয়া' শিক্ষা প্রকল্পের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিচ্ছে ৷ আপাতত কেন্দ্রীয় মানব সম্পদ কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাওয়ায় একটা বড় চ্যালেঞ্জ নবনিযুক্ত ডিরেক্টরের কাঁধেই। তাঁর প্রত্যাশা সকলকে পাশে পেলে তিনি এনআইটি দুর্গাপুরকে দেশের মধ্যে অন্যতম সফলতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবেন । তিনি জানান, দেশে মেধার অভাব নেই ৷ উপযুক্ত পরিকাঠামো যদি তৈরি করা যায় তাহলে এনআইটি দুর্গাপুর সারা দেশের মধ্যে অনেক বেশি শক্তিশালী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নিজেদেরকে তুলে ধরবে ৷ এমন প্রত্যাশা নিয়েই নতুন দায়িত্ব শুরু করলেন ডিরেক্টর অরবিন্দ চৌবে ।

ABOUT THE AUTHOR

...view details