দুর্গাপুর, 27 জুলাই:দেশের সুশিক্ষা নিয়ে বিদেশে জীবিকার টানে চলে যাওয়া বেদনাদায়ক ৷ দেশের উৎকর্ষ বিদেশে চলে যাওয়া সরকার নির্ধারিত 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের পরিপন্থী হয়ে উঠছে ৷ এমনটাই বললেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের নতুন ডিরেক্টর ৷ বৃহস্পতিবার এই পদে কার্যভার গ্রহণ করলেন অরবিন্দ চৌবে ৷ এর আগে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি ভাগলপুরের ডিরেক্টর রূপে কার্যভার সামলেছেন ৷ এনআইটি দুর্গাপুরের নতুন ডিরেক্টরের পদের দ্বায়িত্ব নিয়েই তিনি জানালেন, সর্বভারতীয় রাঙ্কিংয়ে বর্তমানে এনআইটি দুর্গাপুরের স্থান 43তম ৷ এই প্রতিষ্ঠানকে তিনি আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আন্তরিক প্রচেষ্টা করবেন ৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের কৃতি ছাত্রছাত্রীরা দেশের সম্পদ ৷ তারা বিদেশে গিয়ে সেখানকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করছে ৷ ঘটনাচক্রে ফের তারা ভারতে ফিরে আসছে ৷ নবনিযুক্ত ডাইরেক্টর আরও জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে দেশের অগ্রগতি হচ্ছে ৷ সেখানে এনআইটি দুর্গাপুরের ছাত্রছাত্রীদের আরও সক্রিয়ভাবে সামিল করতে চান তিনি ৷ তিনি বলেন, "বিখ্যাত এই টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় ক্ষেত্রের দুর্বলতা খুঁজতে হবে, সমস্যা সমাধান করতে হবে ৷ দেশ বিদেশের ছাত্র ছাত্রীদের নিয়ে গড়ে ওঠা এই নামী শিক্ষা প্রতিষ্ঠানের প্লেসমেন্টেও আরও জোর দেওয়া হবে ৷"